নিজেকে সৃষ্টি করুন
নিজেকে নতুন করে সৃষ্টি করুন

সবার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে ভালো কিছু করতে চাইলে সর্বদা নিজেকে নতুন করে সৃষ্টি করতে হবে। ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রতিদিন নিজেকে আপডেট করতে হবে নতুন করে সৃষ্টি করতে হবে।

বর্তমান পৃথিবীতে কেউ কাওকে সহজেই জাইগা করে দেয় না, নিজেকে জাইগা করে নিতে হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই নিয়ে আমাদের জীবন। এইগুলো সম্পর্কে যথেষ্ট সচেতন হওয়া জরুরী। যেমন অতীতে যদি ভুল করে থাকেন ভবিষ্যতের জন্য বর্তমানে অতীতের ভুল গুলোর থেকে অভিজ্ঞতা নিয়ে কাজ করুন।

তাহলেই সাফল্যের দিকে ধীরে ধীরে চলে আসবেন। সাফল্য লাভের জন্য নিত্য নতুন উপায় বের করতেই কেটে যায় জীবনের অনেকটা সময়। অথচ, এর উপায় আছে আমাদের নিজেদের হাতেই। সেলফ মোটিভেশনের মাধ্যমে আমরা নিজেদের সফলতার রাস্তা নিজেরাই তৈরি করতে পারি। নিজেরাই নিজেদেরকে নতুনভাবে সৃষ্টি করতে পারি।

যে ব্যক্তি নিজেই নিজের দোষ খুঁজে সে সর্বাপেক্ষা বুদ্ধিমান। যারা নিচু মনের মানুষ তারা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ তারা এলাকার ঘটনা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর যারা বড় মনের মানুষ তারা আইডিয়া নিয়ে কথা, তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটাকে পাল্টে দিতে চাই

কেন সর্বদা নতুন করে সৃষ্টি করবেন?

এখন প্রতিযোগিতার দৌড়ে মানুষ হয়ে যাচ্ছে যন্ত্র। যান্ত্রিক জীবনে আনন্দ-বিনোদনের স্থান দখল করে নিয়েছে কাজের ব্যস্ততা। এক এক জন এক এক ধরনের কাজ নিয়ে ব্যস্ত। ব্যস্ততা আর কাজের চাপে কেউ হচ্ছেন জয়ী, আর কেউ যাচ্ছে হেরে। শত কাজের ব্যস্ততায় নিজেকে ভাবছেন একা, জড় পদার্থ। আবার অনেকে অকারণেই নিজেকে ছোট ভেবে কষ্ট পাচ্ছে। কেউ খুব সহজেই সফলতা পাচ্ছেন আবার কেউ দিনের পর দিন কষ্ট করে কিছু করতে পারছে না, নিজেকে ভালো জাইগায় নিয়ে যেতে পারছে না।

তুমুল এই প্রতিযোগিতার যুগে নিজেকে ঠিকিয়ে রাখতে হলে অবশ্যই প্রতিদিন আপনাকে নতুন কিছু শিখতে হবে, নতুন করে সৃষ্টি করতে হবে। বর্তমান এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে সেইভাবেই শুরু করতে হবে। নিজেকে আরও পরিশ্রমী উদ্যমী এবং আত্মবিশ্বাসী করার চেষ্টা করুন। আপনার শুরুটা হোক নিজস্ব রুটিন তৈরি করে এবং স্বাস্থ্যকর খাবার খেয়ে। নিষ্ঠাই সাফল্যের চাবিকাঠি। নির্দিষ্ট সময় এগুলোর চর্চা করলে আপনি ফলাফল দেখে নিজেই চমৎকৃত হবেন; নিজেকে আবিষ্কার করবেন আরও শক্তিশালী, আরও যোগ্য হিসেবে। ভালো কিছু অর্জন ও অনেক দূর এগিয়ে যেতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here