অপরিষ্কার দাঁত
অপরিষ্কার দাঁত স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়

আমাদের অনেকের অভ্যাস ঘুম থেকে উঠে দাঁতব্রাশ করা। কিন্ত চিকিৎসা বিজ্ঞান বলেছে, ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। আর এবার বিজ্ঞানীরা খুঁজে পেলেন নিয়মিত দাঁত ব্রাশ করা কিংবা না করার সঙ্গে হৃদয়রোগ এবং ব্রেন স্ট্রোকের রয়েছে গভীর সম্পর্ক। অর্থাৎ অপরিষ্কার দাঁত শরীরে রোগ সৃষ্টি করে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

অপরিষ্কার দাঁত ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

সাধারণত মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বাঁধার সৃষ্টি হলে ব্রেন স্ট্রোক হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বের প্রায় ২ কোটি মানুষ প্রতি বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় এবং দিন দিন বেড়েই চলেছে।

দাঁত অপরিষ্কার থাকলে শরীরে অনেক ধরনের রোগ হতে পারে। তবে ব্রেন স্ট্রোক এবং হৃদরোগের সমস্যা একটু বেশিই হতে পারে। এক গবেষণায় জানা গিয়েছে দাঁত অপরিষ্কার থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়।

জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণায় পর বলেন, দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের ফাকে যে ব্যাকটেরিয়া জন্মায়, যা দাঁতের ক্ষয়ের জন্য দায়ী, একই সাথে এর প্রভাবে অনেকটাই বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকি। আরও বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানা যায় যে, ব্রেন স্ট্রোকের জন্য অপরিষ্কার দাঁতও দায়ী।

অপরিষ্কার দাঁত হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

প্রতিদিন কমপক্ষে দুবার দাঁত ব্রাশ না করলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। মুখের স্বাস্থ্যের সঙ্গে মারাত্মক রোগের সম্পর্কের যে ধারণা ১৯ শতকেই প্রচলিত ছিল সেটিই এবার প্রমাণিত হলো বৈজ্ঞানিক গবেষণায়। দাঁতের সঙ্গে হৃদরোগের সম্পর্ক নিয়ে প্রথমবারের মতো করা এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নাল এ । ব্রিটিশ বিজ্ঞানীরা স্কটল্যান্ডের প্রায় ১২ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই গবেষণা চালান। এতে তারা লক্ষ্য করেন যে, হাত এবং মুখের পরিচর্যার ক্ষেত্রে যারা কম মনযোগী তাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ৭০ গুন।

অন্যদিকে যারা প্রতিদিন কমপক্ষে দুবার দাঁত ব্রাশ করেন তাদের এই ঝুঁকি নেই। অবশ্য এ গবেষণায় অংশগ্রহণকারীদের ৬২ শতাংশই জানিয়েছেন যে, তারা প্রতি ছয়মাসে একবার দাঁতের চিকিৎসকের কাছে গেছেন। এছাড়া তাদের ৭১ শতাংশই প্রতিদিন দুবার দ্বার ব্রাশ করেন বলে জানা গেছে। মুখের স্বাস্থ্যের ব্যাপারে যারা কম মনোযোগী তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেছে যে, তাদের রক্তের সি-রিএকটিভ প্রোটিন এবং ফিব্রিনোজেন নামক দুটি উপাদানও পাওয়া গেছে।

আর এইগুলো দেহের অভ্যন্তরে ক্ষতসৃষ্টির জন্য দায়ী। ওয়াট বলেন, বিশেষ করে দাঁতের মাড়িতে যাদের অসুখ রয়েছে তাদের হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার আশংখা আরো বেশি। দাঁতব্রাশ না করার কারণে হৃদরোগ ঝুঁকি ৭০ শতাংশ বাড়লেও ধূমপানের কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে ১৩৫ শতাংশ।

তিনি এটাও স্বীকার করেন যে, নতুন করে দাতব্রাশ করার সঙ্গে হৃদরোগের সম্পর্ক নিশ্চিত হলেও মুখের সঙ্গে যে গোটা দেহেরই রোগের সম্পর্ক রয়েছে টা ১৯ শতক থেকেই মানুষ বিশ্বাস করে আসছে। আর এমন বিশ্বাস থেকেই তখনকার মানুষ একটু কোন সমস্যা হলেই দাঁততুলে ফেলতো। কিন্ত আমরা বরং এখন দাঁত তুলে ফেলার পরিবর্তে নিয়মিত দুবার দাঁত ব্রাশ করার কথা বলছি।

দাঁত পরিষ্কার রাখতে পারলেই এইসব বিভিন্ন রোগ থেকে খুব সহজেই বাঁচা যাবে। নিয়মিত দাঁতের যত্ন করুন, শরীর স্বাস্থ্য ভালো রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here