এই ঝলসানো গরমে, পুরুষদের জন্য এক অপরিহার্য প্রসাধনী হল পারফিউম। গরমে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে পারফিউম কিংবা বডি স্প্রে এর বিকল্প নেয়। পারফিউম ও বডি স্প্রে একই অর্থে ব্যাবহার হলেও, এদের মধ্য রয়েছে বিস্তার তফাৎ। সাধারণত পারফিউম এ সুগন্ধি ব্যবহারের পরিমাণ থাকে বেশি। যার ফলে, এটি দিনে এক বার ব্যবহারে সারাদিনে শরিরের দুর্গন্ধ থেকে পাওয়া যায় মুক্তি।
অপরদিকে, বডি স্প্রে এর সুবাস তুলনা মূলক কম ছড়ায়। ৫-৬ ঘন্টার মধ্য এটির সুবাস নষ্ট হয়ে যায়। যে কারণে সারাক্ষণের সঙ্গী হিসাবে সাথে রাখতে হবে বডি স্প্রে কে। পারফিউম ব্যবহার, আপনাকে এসকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
পারফিউম ক্রয় করতে গেলে দেখা যায় ক্রেতাদের মনে নানা রকম প্রশ্ন উঁকিঝুঁকি মারে। তার] প্রায়শই জিজ্ঞাসা করেন, পারফিউম কোনটা ভাল? দীর্ঘস্থায়ী পারফিউম কোনটি? ছেলেদের জন্য ভালো পারফিউম কোনটি? তাদের এসকল প্রশ্নের উত্তরের সাথে কম দামে ছেলেদের সেরা ১০টি পারফিউম নিয়ে থাকছে আমার আজকের এই পোষ্ট।
পারফিউম বা পারফিউম এর সুবাস, এটার পছন্দ-অপছন্দ নির্ভর করে একান্ত ক্রেতার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, রুচি পছন্দের উপর। কেউ পছন্দ করেন লেমন বা হালকা ঝাঁঝের পারফিউম।
যেগুলো দীর্ঘসময় ধরে হালকা এবং তরতাজা সুবাস দিয়ে থাকে। আবার কেউ কেউ পছন্দ করেন খুব বেশি ভারি সেন্ট। যেগুলো, ব্যবহারের পর অতিমাত্রায় সুবাস ছড়িয়ে আসতে আসতে কমতে থাকে। তবে যার পছন্দ যেমনি হোক আজকের এই পোষ্টে থাকছে, ছেলেদের জন্য ভালো পারফিউমের নাম ও দাম। এবং বোনাস হিসাবে মেয়েদের জন্য আরো থাকছে মেয়েদের ভালো পারফিউমের নাম।
ছেলেদের সেরা ১০টি পারফিউম
১. Creed Aventus
অধিকাংশ পরুষের পছন্দের শীর্ষে রয়েছে Creed Aventus পারফিউম। এর মন মাতানো সুগন্ধি গ্রাহককে আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছে। এটিতে রয়েছে আনারস সহ বিভিন্ন ফ্লেভারের সংমিশ্রণ। যা ব্যবহার করা যাবে গ্রীষ্ম, বর্ষা, বসন্ত যেকোনো ঋতুতে। এটিতে খুব বেশি পরিমানে লাইট ক্যামিকেল ব্যবহার করা হয়নি। যেকারনে পাবেন একটি মিষ্টি মৃদু সুবাস। যারা হালকা জাতীয় পারফিউম পছন্দ করেন এটি হতে পারে তাদের জন্য একটি সঠিক পছন্দ।
এটির বিভিন্ন গুনাগুনের পাশাপাশি যে সকল বৈশিষ্ট্য বিদ্যমান;
• এটি ব্যবহারের পর পাবেন দীর্ঘসময় সুবাসের স্থায়িত্ব।
• যে কোনো ঋতুতেই ব্যবহারে উপযোগী।
• বিভিন্ন ফ্লেভারের সংমিশ্রণে একটি মিষ্টি মৃদু সুবাস প্রদান করে।
• এটি দৈনন্দিন ব্যবহার কিংবা যেকোনো প্রকার অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন।
২. Acqua Di Gio Profumo
দীর্ঘমেয়াদী সুবাসের স্থায়িত্বের দিক বিবেচনা করলে Aqua Di Gio Profumo থাকবে তালিকার শীর্ষে। এর স্থায়িত্বের পাশাপাশি অসাধারণ সুবাস ইতিমধ্যে জয় করে নিয়েছে গ্রাহকের মন। বিখ্যাত প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরমানি এর একটি বেষ্ট সেলিং পণ্য এই পারফিউমটি। ক্রিড এ্যভেন্টাস এর ন্যায় শীত, গরম কিংবা বসন্ত যেকোনো ঋতুতেই ব্যবহার করতে পারবেন।
পারফিউমটি ব্যবহারে যে সকল সুবিধা পাবেন;
• অসাধারন পরিবেশ বান্ধব সুবাস।
• দিন বা রাত যেকোনো সময়ে ব্যবহারের সুযোগ।
• যে কোনো মৌসুমে ব্যবহারের সুযোগ।
• এটি শরিরের দীর্ঘসময় ধরে সুবাস ছড়ায়।
৩. Dior Sauvage
ছেলেদের পছন্দের পারফিউম গুলোর মধ্য Dior Sauvage অন্যতম। এটি মূলত গরমের মৌসুমে ব্যবহার উপযোগী। এটির রিফ্রেশমেন্ট সুবাস তিব্র গরমের ক্লান্তি দূর করতে যথেষ্ঠ। তীব্র গরমের দুর্গন্ধ থেকে বাঁচতে পুরষদের সেরা পছন্দ এই পণ্যটি।
পারফিউমটিতে যেসকল বিশেষ বৈশিষ্ট্য রয়েছে;
• একটি রিফ্রেশ সুবাস। যা শরীরকে সতেজ রাখতে সহায়তা করে।
• রয়েছে দীর্ঘমেয়াদি সৌরভ টিকে থাকার নিশ্চয়তা।
• এটি বিশেষ করে তীব্র গরম মৌসুমের জন্য প্রস্তুত। যার ফলে মিলবে গরমে শরীরের ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি।
৪. Versace Eros
শরীরে দীর্ঘমেয়াদী সুবাসের সাদ পেতে Versace Eros পারফিউম ও হতে পারে আপনার সঠিক পছন্দ। বিভিন্ন সুগন্ধির সংমিশ্রণে এটিতে পাওয়া যাবে এক অন্য রকম সৌরভ। পারফিউম টি গ্রীষ্ম, বর্ষা কিংবা বসন্ত যেকোনো ঋতুতেই মানানসই। দিন কিংবা রাত যেকোনো সময় এই সুগন্ধি ব্যবহার করা যাবে।
পারফিউমটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল;
• এটি বিভিন্ন সুগন্ধির সংমিশ্রণে তৈরি করা হয়েছে এক অন্যরকম ফ্লেভার।
• সেন্টের নির্যাস অনেকক্ষণ শরীরে থাকে।
• দিনের যে কোনো সময় ব্যবহার করা যাবে।
• যেকোনো মৌসুমে ব্যবহার করা যাবে।
৫.Yves Saint Laurent La Nuit De L’Homme cologne
আপনি যদি ভিন্নধর্মী সুবাসের সাধ পেতে চান তাহলে Yves Saint Laurent La Nuit De L’Homme cologne হতে পারে আপনার সঠিক পছন্দ। পারফিউমটির ব্যতিক্রমধর্মী সৌরভ ইতিমধ্যে গ্রাহকের মনে যায়গা করে নিতে সচেষ্ট হয়েছে। এটি এলাচি, ল্যাভেনডার, লেবু সমন্বয়ে প্রস্তুত। যা যেকোনো প্রোগ্রামে ব্যবহার যোগ্য। তবে এটি কম বয়সী তরুণদের তুলনায় ২৫ বছরের উপরের পুরুষদের জন্য বেশি মানানসই।
পারফিউমটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল;
• এটি এলাচি, ল্যাভেনডার, লেবুর সমন্বয়ে একটি ইউনিক ফ্লেভারে প্রস্তুত।
• এটি শরীরে অন্য পারফিউমের তুলনায় কিছুটা কম স্থায়ী।
• ২৫ বছরের উপরের পুরুষদের জন্য প্রস্তুত।
৬. SPICEBOMB VIKTOR & ROLF For Men
দারুচিনি, পিঙ্ক পেপার, তামাক, ইটালিয়ান লেদার, জাফরান, পাপরিকা, ভেটিভার, লেবু, গ্রেপফ্রুট লেবু ইত্যাদির সমন্বয়ে সুবাসের এক পারফেক্ট কম্বিনেশন তৈরি করা হয়েছে এই পারফিউমটিতে। এর স্পাইসি ও ফ্রেশ ফ্লেভার যেকোনো ধরনের গ্রাহ্যকে আকৃষ্ট করতে যথেষ্ঠ। যেকনো ওয়েদারেই পারফিউমটি মানানসই।
এছাড়াও যেসকল বৈশিষ্ট্য রয়েছে পারফিউমটিতে,
• এর সুবাস শরীরে দীর্ঘসময় স্থায়ী।
• যেকোনো ঋতুতে ব্যবহার করতে পারবেন।
• যেকোনো বয়সে ব্যবহার করা যাবে। তবে কম বয়সীদের জন্য পারফেক্ট।
৭. Christian Dior, Dior Homme For Men
‘Christian Dior, Dior Homme’ বর্তমান সময়ে পপুলার পারফিউম গুলোর মধ্য এটি একটি। আইরিস, কোকোয়া, লেদার, অ্যাম্বার, ভেটিভার, লেবু, মিনট, সেজ, হারবি নোটস ইত্যদির সমন্বয়ে এটি তৈরি। কাপড়ে ব্যবহারের এটি শরীরে ৬-৮ ঘন্টা পর্যন্ত স্থায়ী। এটি বিশেষ করে ইয়াং বয়সীদের ভাল মানাবে।
এটির উল্লেখ্য কিছু বৈশিষ্ট্য হল;
• এটি ২৫-৫০ পর্যন্ত যেকোনো বয়সীদের জন্য উপযোগী।
• পারফিউমের সুবাস শরীরে দীর্ঘসময় স্থায়ী।
• যেকোনো মৌসুমে ব্যবহার উপযোগী।
• দিনের যেকোনো সময়ে ব্যবহার করা যাবে।
৮. Paco Rabanne 1 Million For Men
Paco Rabanne 1 Million পারফিউমটি দারুচিনি, লেদার, গোলাপ, স্পাইসি নোট, উডি নোট, কমলা, মিন্ট ইত্যাদির সমন্বয়ে তৈরি। পারফিউমটি হালকা স্পাইসি, হালকা উডি টাইপের। ফ্লেভারটি ভোক্তাদের কাছে বেশ কমন, তবে পছন্দনীয়। এটি ডেইলি লাইফে ব্যবহারের জন্য হতে পারে একটি উত্তম পছন্দ।
পারফিউমটিতে যেসকল বৈশিষ্ট্য রয়েছে;
• একটি রিফ্রেশ তরতাজা স্বাভাবিক সুবাস।
• এটি ২২-৩৫ এর মধ্য যেকোনো বয়সের পুরুষ ব্যবহার করতে পারবে।
• এটি লং লাস্টিং পারফিউম গুলোর মধ্য অন্যতম।
৯. Paco Rabanne Invictus Aqua For Men
সি ওয়াটার নোট, ম্যারিন নোট, ইয়ুজু লেমন, গ্রেপফ্রুট, উডি নোটস, পিঙ্ক পেপার, অ্যাম্বারগ্রিস ইত্যাদি ফ্লেভারের মিশ্রণে তৈরি হয়েছে Paco Rabanne Invictus Aqua পারফিউমটি। এটি স্প্রে করার পর, সুবাস শুরু হবে ফ্রেশ ম্যারিন নোট দিয়ে এবং শেষ হবে হালকা লেমন ফ্রেশ অ্যান্ড উডি নোটস দিয়ে।
এটির বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে;
• এটি সুবাস শরীরে দীর্ঘসময় ধরে থাকে।
• যেকোনো বয়সী পুরুষ এটি ব্যবহার করতে পারবে।
• যেকোনো আবহাওয়াতে এটি ব্যবহার করা যাবে।
১০. JEAN PAUL GAULTIER LE’MALE For Men
JEAN PAUL GAULTIER LE’MALE পারফিউমটি ভ্যানিলা, ল্যাভেনডার, মিনট, দারুচিনি, টনকা বিন, অ্যাম্বার, চন্দন, এলাচি, লেবু, উডি নোটস ইত্যাদি দ্বারা প্রস্তুত। এটি এমন একটি পারফিউম যা যেকোনো বয়সের জন্যই মানানসই। পারফিউম টা স্প্রে করলে এটি শুরু হয় হালকা ভ্যানিলা, লেমন আর মিনট এর সুবাস দিয়ে আর শেষ হয় উডি আর হালকা ম্যাস্কুলিন স্পাইসি দিয়ে।
এর উল্লেখ্য কিছু বৈশিষ্ট্য হল;
• এটি ৮ ঘন্টারও অধিক সময় কাপড়ে থাকবে।
• ২৫-৫০ যেকোনো বয়সী পুরুষ এটি ব্যবহার করতে পারবে।
• যেকোনো মৌসুম বা সময়ে এটি ব্যবহার করা যাবে।
পারফিউমের সুবাস, এটি সম্পূর্ণই মানুষের যার যার ব্যাক্তিগত পছন্দ। তবে অধিকাংশ ক্রেতা যে সকল দিক বিবেচনা করে পারফিউম ক্রয় করে তা হল এটির সুবাস ও স্থায়িত্ব। যে পারফিউম শরীরে যত বেশি স্থায়ী হয়, সে পারফিউম গুলো ভোক্তাদের কাছে বেশি জনপ্রিয় হতে দেখা যায়। আজকের এই পোস্টটি তে দেখানো হয়েছে বর্তমান বাজারে পরুষদের জন্য কম দামে সেরা পারফিউম। বাজার যাচাই করে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের পারফিউমটি।
আবার, পারফিউমের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই জানতে চাই কম দামে বডি স্প্রে কোনটা ভালো? এক্ষেত্রে বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে সেখান থেকে পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন যেকোনো টি। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে কিছু অসাধু প্রতারক চক্র কম দামে বিদেশী বডি স্প্রে বা পারফিউম অফার করে কিন্তু সে গুলো আসলে প্রতারণা ছাড়া কিছুই না।
তারা দেশে বসেই পারফিউম বা বডি স্প্রে তৈরি করে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে সহজেই ফাঁকি দিচ্ছে ক্রেতাদের। আপনাদের সুবিধার্থে কিছু ভাল বডি স্প্রে এর ব্র্যান্ডের নাম সাজেস্ট করলাম। পছন্দ অনুযায়ী যেকোনোটি ব্যবহার করতে পারেন।
পারফিউম বা বডি স্প্রে এর ক্ষেত্রে প্লেবয়, সিগনেচার, নাইকি, জর্জিও আরমানি, এক্স, এমকে মেন, ফগ, টম ফোর্ড, স্যাভেজ, ডু ইট, পোলো, নিভিয়া, বন্ডেজ, ইএডি, জিরো জিরো সেভেন, এন ৬৯, ২১ মেন, ওয়ান, বুলগেরি, কোচ, গুচি, বস, ওয়ান মিলিয়ন, ব্লু ফর মেন, ডলচে অ্যান্ড ইত্যাদি উল্লেখযোগ্য।
পোষ্টটির শুরুতেই উল্লেখ করেছিলাম পোস্টটিতে বোনাস হিসাবে থাকছে কম দামে মেয়েদের জন্য ভাল পারফিউমের নাম। আসলে মেয়েদের পারফিউমের ক্ষেত্রে বাজার জুড়ে রয়েছে ব্যপক কালেকশন। তবে আপনাদের সুবিধার্থে বেশ কিছু ভাল পারফিউমের মধ্যে থেকে আপনাদের জন্য কয়েকটি সাজেস্ট করছি।
• JO LOVES POMELO
• CARTIER LA PANTHERE
• GIVENCHY EAU DE GIVENCHY
• ACQUA DI PARMA CIPRESSO DI TOSCANA
• STORIE VENEZIANE BY VALMONT – ALESSANDRITE