এ সময়ের সেরা ১০টি পেশা
এ সময়ের সেরা ১০টি পেশা

এ সময়ের সেরা ১০টি পেশা সম্পর্কে অবশ্যই জানা উচিত, বিশেষ করে তরুণ ছেলে মেয়েদেরকে। কারণ ভালো একটা পেশাই পুরো জীবন বদলায় দিতে পারবে ও সুখী রাখতে পারবে। এইজন্য বিস্তারিত জানা উচিত।

জীবনের জন্য সেরা একটি পেশা নির্বাচন করা কিন্ত সহজ কথা নয়। অপরদিকে ভালো একটি পেশাই আপনাকে অনেক বড় সাফল্য এনে দিবে। তাই ক্যারিয়ারকে ভালো ভাবে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনাকে সেরা পেশা গুলো সম্পর্কে জানা উচিত এবং খুব সহজেই সেখান থেকে আপনার পছন্দ পেশাটাকে সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে জেনে নেওয়া যাক,

এ সময়ের সেরা ১০টি পেশা।

০১। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট

এ সময়ের সেরা পেশা গুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট অন্যতম। কারণ ইঞ্জিনিয়ারদের চাহিদা সবসময় ছিল এখনও আছে। দীর্ঘ দিন ধরেই ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহী মানুষের পরিমাণ বেড়েই চলেছে। সারা বিশ্বে এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার রয়েছে। যেমনঃ সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিটার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বৈমানিক প্রকৌশলী, কৃষি প্রকৌশলী, মোটর ইঞ্জিনিয়ার, জৈব চিকিৎসা প্রকৌশল, রাসায়নিক প্রকৌশলী, পরিবেশ প্রকৌশলী, মেরিন ইঞ্জিনিয়ার, মেকানিকাল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বর্তমানে স্থাপত্য বা আর্কিটেক্টও তরুণদের পছন্দের তালিকার শুরুর দিকেই স্থান করে নিয়েছে।

০২। মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস

ইঞ্জিনিয়ারিং এর মতোই মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এর ভ্যালু রয়েছে। এবং বাংলাদেশের কথা বললে বর্তমানে সেরা পেশা হচ্ছে মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। চিকিৎসাসংক্রান্ত পেশা সারা বিশ্বেই খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা এবং এর ও রয়েছে অনেক জনপ্রিয়তা। একজন ডাক্তারদের প্রফেশনাল ডাক্তারদের বেতন অনেক উচ্চ মানের। চিকিৎসা খাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদের নাম ফার্মাসিস্ট। বিভিন্ন রোগীর রোগ অনুপাতে ওষুধ নির্ধারণ এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উন্নত বিশ্বের পাশাপাশি উন্নয়নশীল দেশেও এ পেশার গুরুত্ব বাড়ছে। তাই আপনি চাইলে এই পেশাটিও গ্রহন করতে পারে।

০৩। ডিজিটাল মার্কেটিং

বর্তমানে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এর চাহিদা রয়েছে অনেক এবং দিন দিন সারা বিশ্বে আরও ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ডিপার্টমেন্ট। বলা হচ্ছে ২০২০ সালে ডিজিটাল মার্কেটিং পেশা টপে চলে আসবে। ডিজিটাল মার্কেটিং বলতে, যেকোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, প্রধানত ইন্টারনেট এবং আরও অন্যান্য ডিজিটাল টুলস ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেকোনো পণ্যের বা সেবার বিজ্ঞাপন ও প্রচারণা করাকে বোঝায়।

ডিজিটাল মার্কেটিং এর অনেক ধাপ রয়েছে যেমনঃ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও), সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইএম), সোশ্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম), সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান, ই-মেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, ডিসপ্লে এ্যাডভারটাইজিং, টিভি এ্যাডভারটিজিং, মোবাইল এসএমএস এবং এমএমএস, কলব্যাক, এবং ইলেক্ট্রনিক্স বিলবোর্ড।

০৪। সফটওয়্যার ডেভেলপমেন্ট

বর্তমান পৃথিবী তথ্য প্রযুক্তির যুগ। ইন্টারনেট ছাড়া প্রায় সবকিছুই অচল। ইন্টারনেটের এই যুগে ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রায় সব ধরনের প্রতিষ্ঠানেরই বর্তমানে ওয়েবসাইট রয়েছে। এবং প্রতিনিয়ত এটি বাড়ছে। ওয়েবসাইট তৈরির কাজটি করে থাকেন একজন ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার। সময়ের সাথে পাল্লা দিয়ে এই কাজের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। দিন যত যাচ্ছে মোবাইল, ল্যাপটপ ও ইন্টারনেট ব্যাবহারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ওয়েবসাইটের সংখ্যা ও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই সফটওয়্যার ডেভেলপমেন্ট এর চাহিদা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে।

০৫। গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অনেক আগে থেকে ছিল, আছে ও ভবিষ্যতেও এর চাহিদা থাকবে। এ কাজটি একই সাথে আনন্দদায়ক এবং সৃজনশীল। যদি আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকে আর স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্সার হিসেবে গ্রাফিক ডিজাইনে নিজেকে গড়ে তুলতে পারেন। গ্রাফিক্স ডিজাইনার ক্যাটাগরি গুলো হচ্ছে – লোগো ডিজাইন, কোন কোম্পানির জন্য ব্রান্ডিং ডিজাইন করা, বিজনেস বা ভিজিটিং কার্ড, ফ্লাইয়ার ও ব্রোশিয়ার ডিজাইন, বুক কভার, ম্যাগাজিন ডিজাইন করা এবং ফেইসবুকের কভার ডিজাইনসহ রয়েছে নানান ডিজাইন। এইজন্য এর চাহিদা রয়েছে ব্যাপক।

০৬। ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স ম্যানেজার

আদিকাল থেকে ব্যাংকের প্রচলন রয়েছে। এবং বর্তমানে সারা বিশ্বে শত শত ব্যাংক রয়েছে। আর প্রতিটা ব্যাংকেই বিভিন্ন বিভাগে রয়েছে হাজার হাজার কর্মী। বর্তমানে বাংলাদেশে চাকরির বাজারে ভালো অবস্থানে রয়েছে ব্যাংকিং সেক্টর। বাংলাদেশের ছেলে মেয়েদের চাকরির জন্য প্রথম ক্ষেত্রে রয়েছে ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স ম্যানেজার। অনেকে রিস্ক মুক্ত চাকরি হিসেবে অভিহিত করে ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স ম্যানেজারকে। ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সুবিধা হলো এই খাতে ক্যারিয়ারকে অনেক বেশি নিরাপদ মনে করা হয়। ব্যাংকিং সেক্টরে অনেক প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ায় এই পেশায় তরুণদের সুযোগ অনেক বাড়ছে।

০৭। অ্যাকাউন্ট্যান্ট ও অডিটর

কোন কোম্পানির লাভ ক্ষতি হিসাব নির্ণয় করার জন্য অ্যাকাউন্ট্যান্ট ও অডিটরের প্রয়োজন হয়ে থাকে। আর বর্তমানে হাজার হাজার কোম্পানির রয়েছে এবং প্রতিনিয়ত নতুন তৈরি হচ্ছে। তার জন্য দক্ষ লোকবল নিয়োগ দিচ্ছে কোম্পানির কর্তৃপক্ষরা। প্রতিষ্ঠান যে ধরনেরই হোক না কেন, আর্থিক বিষয়াদি সেখানে থাকবেই। আর অর্থ লেনদেনসংক্রান্ত হিসাব-নিকাশ করার জন্য প্রয়োজন একজন অ্যাকাউন্ট্যান্ট বা অডিটর। ক্যারিয়ার বিল্ডার্সের তথ্যানুসারে, প্রতি মাসে প্রায় ২৮ হাজার অ্যাকাউন্ট্যান্টের পদ ফাঁকা থাকে যোগ্য কর্মীর অভাবে। তাই আপনার পছন্দের তালিকায় এই পেশাটিও রাখতে পারেন।

০৮। এপস ডেভেলপমেন্ট

বর্তমানে মোবাইল ব্যবহার করে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রায় ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৮ কোটি ছাড়িয়ে যাচ্ছে। আর এন্ড্রয়েড ফোন মানেই হল এপস। এন্ড্রয়েড মোবাইল আরও সহজ ভাবে ব্যবহার করার জন্য ও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কার্যকরী ইনফরমেশন গুলো জানতে অনেক ধরনের এপস গুগল প্লে স্টোরে পাওয়া যায়। এবং প্রতিনিয়ত নিত্য নতুন এপস ডেভেলপ ও তৈরি হচ্ছে । এইজন্য এরও অনেক চাহিদা রয়েছে।

০৯। ফটোগ্রাফি

ফটোগ্রাফি বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা। প্রায় অনেকেই শখের বসে ফটোগ্রাফার হয়ে থাকেন। কিন্ত বর্তমানে এটি অনেক জনপ্রিয় পেশা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বিয়েতে এখন ফটোগ্রাফি ছাড়া যেন চলেই না। সুন্দর ও আকর্ষণীয় ছবি কেই বা না চাই এবং তার জন্য একজন ফটোগ্রাফার প্রয়োজন।

১০। ভিডিও এডিটিং

ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং সবচেয়ে বড় প্লাটফর্ম এবং বর্তমানে ফেইসবুকে ও প্রচুর ভিডিও আপলোড হচ্ছে। ভিডিও আকর্ষণীয় করে তুলার জন্য প্রয়োজন প্রফেশনাল ভিডিও এডিটর। এই পেশাতেও রয়েছে অনেক ইনকাম। ভিডিও এডিটিং এমন একটি পেশা, যেখানে সবসময়ই সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করে নিতে পারলে আপনিও এ পেশায় জড়িয়ে থাকতে পারবেন সব সময়। এ পেশায় ক্যারিয়ারে খ্যাতি, সুনাম, পরিচিতির পাশাপাশি রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। বিশ্বব্যাপিতো বটেই, বাংলাদেশেই রয়েছে এ পেশায় ক্যারিয়ার গড়ার বিশাল ক্ষেত্র। তাই আপনি চাইলে এই পেশাটিকেও বাচাই করে নিতে পারেন।

আশা করি, এ সময়ের সেরা ১০টি পেশা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এছাড়াও রয়েছে আরও অনেক পেশা, তবে তথ্য প্রযুক্তির যোগ হিসেবে এই পেশাগুলোর অনেক জনপ্রিয়তা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরও জানুন –

পড়ার সময় ঘুম তাড়ানোর সহজ ৫টি উপায় 

অনলাইনে ক্যারিয়ার গড়ার সুবিধা অসুবিধা ও ক্ষেত্রগুলো জেনে নিন

ইন্টারনেট কি? কিভাবে কাজ করে ও এর সুফল ও কুফল

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here