ফ্রি কলিং অ্যাপস
ফ্রি কলিং অ্যাপস

প্রতিদিনই আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত আমাদের পরিবার ও আত্নীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে থাকি। আর এই যোগাযোগের প্রয়োজনে আমাদের নির্ভর করতে হয় বিভিন্ন মোবাইল ফোন অপারেটর কিংবা সেবাদানকারী প্রতিষ্ঠানের উপর। তার জন্য খরচের পরিমাণও দাঁড়ায় অনেক। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে আমরা চাইলেই এই অতিরিক্ত ব্যয়কে সংকুচিত করে ফেলতে পারি।

বর্তমান প্রজন্মের প্রায় সবার হাতেই রয়েছে অন্ততঃ একটি করে স্মার্টফোন। আর এই স্মার্টফোনে আমরা বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট সংযোগ এবং ডাটা প্যাক ব্যবহার করে থাকি। আবার কারও নিকট রয়েছে ওয়াফাই কানেকশন। তাই স্মার্টফোনে শুধুমাত্র একটি অ্যাপ ইনস্টল করার মাধ্যমেই এই ডাটা প্যাক কিংবা ওয়াইফাই কানেকশন ব্যবহার করে আমরা বিনামূল্যে আমাদের পরিবার এবং আত্নীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারি। তার জন্য গুগল প্লেস্টোর এ এরকম অসংখ্য অ্যাপ রয়েছে।

সেই অসংখ্য অ্যাপ থেকে ব্যবহারকারীদের জন্য সেরা ১০টি অ্যাপ নিয়েই হবে এই আর্টিকেলের আলোচনা।

সেরা ১০টি ফ্রি কলিং অ্যাপস

1. imo free video calls & chats

ফ্রি কলিং অ্যাপগুলোর মধ্যে imo হচ্ছে অন্যতম সহজসাধ্য একটি অ্যাপ। এই অ্যাপটিতে রয়েছে অডিও কল, ভিডিও কল, ভয়েস মেসেজ, টেক্সট মেসেজ এবং মিডিয়া ফাইল ও ডকুমেন্টস শেয়ারিং এর সুবিধা। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে গ্রুপ চ্যাটিং করার সুবিধা, যেখানে সর্বোচ্চ ১ লক্ষ পর্যন্ত মেম্বার অ্যাড করা যাবে।
অন্যান্য ফিচার হিসেবে রয়েছে স্টোরি অ্যাড করা এবং লাইভ স্ট্রিমিং করার মত সুবিধা।

এই অ্যাপটি 2G, 3G, 4G এবং Wifi সহ সকল ধরনের নেটওয়ার্কেই ব্যবহারযোগ্য।

অ্যাপটি সর্বপ্রথম রিলিজ হয় ২০১০ সালের ২৭ শে জুলাই। পরবর্তীতে ২০১১ সালের ২৩ শে মার্চ imo beta free calls & text এবং ২০১৭ সালের ১৩ ই অক্টোবর imo plus নামে এই ফ্রি কলিং অ্যাপের আরও দুটি ভার্সন রিলিজ হয়। বর্তমানে ৩ টি অ্যাপই গুগল প্লেস্টোরে এভেইলেবল রয়েছে। অর্থাৎ কেউ চাইলে একটি ফোনে একইসঙ্গে ৩ টি imo অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে।

2. WhatsApp Messenger

মোবাইল অপারেটরের মাধ্যমে প্রেরিত এসএমএসের বিকল্প হিসেবে প্রথমে ‘Whatsapp’ নামে এই অ্যাপটি চালু করা হয়েছিল। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর সঙ্গে আনলিমিটেড চ্যাটিং করার সুবিধা পাবে, তৈরি করতে পারবে গ্রপ চ্যাটও। এই অ্যাপের স্পেশাল ফিচার হিসেবে রয়েছে অডিও কলিং এর সুবিধা। তবে এতে এখনো পর্যন্ত ভিডিও কলিং এর কোন ফিচার যুক্ত করা হয়নি।

যদিও খুব শীঘ্রই এই ফিচারটি সংযুক্ত করার কথা রয়েছে। এসবের পাশাপাশি এই অ্যাপটিতে রয়েছে ভয়েস মেসেজ, মিডিয়া ফাইল ও ডকুমেন্ট শেয়ারিং এর সুবিধা। এই অ্যাপটিও সকল ধরনের নেটওয়ার্কে ব্যবহারযোগ্য। গুগল প্লেস্টোরে এই অ্যাপটি রিলিজ হয়েছিল ২০১০ সালের ১৮ ই অক্টোবর।

3. Messenger – Text and Video Chat for Free

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এর অধীনস্থ এই Messenger নামক অ্যাপটিতেও রয়েছে বিনামূল্যে অডিও এবং ভিডিও কল এর সুবিধা। যদিও কলিং এর ক্ষেত্রে এই অ্যাপটির ব্যবহার এখনো অনেক কম। এছাড়া এটিতে রয়েছে টেক্সট মেসেজ ও ভয়েস মেসেজ এবং ছবি, ভিডিও সহ বিভিন্ন ধরনের ফাইল শেয়ারিং এর সুবিধা। দুইজন ব্যবহারকারী আনলিমিটেড চ্যাটিং এর পাশাপাশি দুই এর অধিক ব্যবহারকারী মিলিত হয়ে তৈরি করতে পারবে একটি গ্রুপ চ্যাটও। গুগল প্লেস্টোরে এটি রিলিজ হয়েছিল ২০১৪ সালের ৩০ শে জানুয়ারি।

4. Skype – free IM & video calls

ফ্রি কলিং অ্যাপ হিসেবে বিশ্বব্যাপী স্কাইপির রয়েছে অনেক বেশি খ্যাতি। অডিও ও ভিডিও কলিং এর পাশাপাশি এতেও রয়েছে ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল শেয়ারিং এর সুবিধা। গুগল প্লেস্টোরে ২০১০ সালের ৪ ঠা অক্টোবর রিলিজ হওয়া এই অ্যাপটিতে রয়েছে আনলিমিটেড চ্যাটিং সহ গ্রুপ চ্যাট তৈরি করার সুবিধাও। স্পেশাল ফিচার হিসেবে এতে রয়েছে স্ক্রিন শেয়ারিং এর সুবিধা, যার মাধ্যমে একজন ব্যবহারকারী তার ফোনের স্ক্রিনে ঘটতে থাকা কার্যক্রমগুলো অন্য একজন ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করতে পারবে। দূর্বল নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য Skype Lite – Free Video Call & Chat নামে এই অ্যাপের আরও একটি ভার্সন শীঘ্রই রিলিজ হওয়ার কথা রয়েছে।

5. Viber Messenger – Messages, Group Chats & Calls

ফ্রি কলিং অ্যাপ হিসেবে সারা বিশ্বে এই অ্যাপটিরও রয়েছে বেশ পরিচিতি। ভাইবার ব্যবহার করে একজন ব্যবহারকারী সহজেই অডিও এবং ভিডিও কল এর মাধ্যমে অন্য ব্যবহারকারীর সঙ্গে যুক্ত হতে পারে। গুগল প্লেস্টোরে ২০১১ সালের ১৯ শে জুলাই রিলিজ হওয়ার এই অ্যাপটিতে রয়েছে টেক্সট মেসেজ পাঠানো এবং ছবি, ভিডিও সহ অন্যান্য ফাইল শেয়ারিং সুবিধাও। তাছাড়া এটিতে রয়েছে সর্বোচ্চ ২৫০ জন মেম্বার অ্যাড করে গ্রুপ চ্যাট তৈরি করারও সুবিধা।

6. LINE: Free Calls & Messages

বিনামূল্যে অডিও এবং ভিডিও কলিং এর জন্য LINE অ্যাপটিও বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। অডিও এবং ভিডিও কলিং এর পাশাপাশি এতে রয়েছে টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ, ছবি, ভিডিও এবং লোকেশন শেয়ারিং এর সুবিধা। অনেকে একত্রিত হয়ে তৈরি করা যাবে গ্রুপ চ্যাটও, যেখানে সর্বোচ্চ ২০০ জন মেম্বার অ্যাড করা যাবে। গুগল প্লেস্টোরে অ্যাপটি রিলিজ হয়েছিল ২০১১ সালের ২৩ শে জুন। দূর্বল নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটির LINE Lite : Free Calls & Messages নামে আরও একটি ভার্সন রয়েছে, যা রিলিজ হয়েছিল ২০১৫ সালের ১৬ ই আগস্ট।

7. WeChat

বিনামূল্যে অডিও এবং ভিডিও কলিং এর জন্য দারুণ একটি অ্যাপ ‘WeChat’। এছাড়াও এটিতে রয়েছে টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ, ছবি, ভিডিও, লোকেশন সহ আারও অনেক কিছু শেয়ারিং এর সুবিধা। রয়েছে সর্বোচ্চ ৫০০ সদস্য সম্ভব সম্বলিত গ্রুপ চ্যাট এবং ৯ জন সদস্য মিলে ভিডিও চ্যাটিং করার সুবিধাও। গুগল প্লেস্টোরে এটি রিলিজ হয়েছিল ২০১১ সালের ৩০ শে জানুয়ারি।

8. Google Duo – High Quality Video Calls

বিনামূল্যে অডিও এবং ভিডিও কলিং এর জন্য এটিও দারুণ একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে পাঠানো যাবে ভয়েস এবং ভিডিও মেসেজও। সর্বোচ্চ ৮ জন একত্রিত হয়ে গ্রুপ ভিডিও কলিং এর সুবিধাও রয়েছে এতে । গুগল প্লেস্টোরে ২০১৬ সালের ১৮ ই আগস্ট রিলিজ হওয়া এই অ্যাপটি খুব দ্রুতই সাড়া ফেলেছে বিশ্বব্যাপী।

9. Signal Private Messenger

নামটা বেশ অপরিচিত মনে হলেও ফ্রি অডিও এবং ভিডিও কলিং এর জন্য এটি খুব ভাল মানের একটি অ্যাপ। কলিং এর ক্ষেত্রে অডিও এবং ভিডিও কোয়ালিটিও বেশ ভাল। এতে আরও রয়েছে টেক্সট মেসেজ, ভয়েজ মেসেজ, ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ারিং এবং গ্রুপ চ্যাটিং এর সুবিধা। দূর্বল নেটওয়ার্কে দ্রুতগতিতে মেসেজ পাঠানোর জন্যও অ্যাপটি বেশ উপযোগী। গুগল প্লেস্টোরে অ্যাপটি রিলিজ হয়েছিল ২০১০ সালের ২৫ শে মে।

10. Hangouts

গুগল প্লেস্টোরে ২০১৩ সালের ১৫ ই মে রিলিজ হওয়া এই অ্যাপটিও বিনামূল্যে অডিও এবং ভিডিও কলিং এর জন্য বেশ উপযোগী। পাশাপাশি রয়েছে মেসেজ, ছবি, ভিডিও, ম্যাপ ইত্যাদি শেয়ার করার সুবিধাও। আরও রয়েছে ১৫০ জন একত্রে গ্রুপ চ্যাটিং এবং ১০ জন একইসঙ্গে গ্রুপ ভিডিও কলিং এর সুবিধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here