গুগলে সার্চ করার নিয়ম
গুগলে সার্চ করার নিয়ম

গুগলে সার্চ করার নিয়ম গুলো যদি জেনে রাখেন, তাহলে খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য গুলো খুঁজে বের করতে পারবেন, অল্প সময়ে ও খুব সহজে। জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

গুগল বর্তমানে পৃথিবীর সবচেয়ে সেরা ও স্মার্ট সার্চ ইঞ্জিন। প্রয়োজনীয় প্রায় যেকোনো তথ্য সার্চ করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে। এখানে রয়েছে নানান ধরনের কনটেন্ট যা আমাদের নিয়মিতই দরকার হয়ে থাকে। কিন্ত আমরা অনেকেই সঠিক উপায়ে গুগলে সার্চ করার নিয়ম গুলো না জানার কারণে, দরকারি জিনিস গুলো খুব সহজেই গুগল থেকে বের করতে পারি না।

এখানে জানবো, কিভাবে গুগল ব্যবহার করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্য গুলো খুব সহজেই পেতে পারি। তাহলে শুরু করা যাক –

গুগলে সার্চ করার নিয়ম

১। সার্চ ট্যাব ব্যাবহার করুনঃ

যখন আমরা কোন কিছু সার্চ করি তখন গুগলের সার্চ বক্সের নিচে অনেকগুলো ট্যাব থাকে যেমনঃ ওয়েব, ইমেজ, নিউজ, ভিডিও । আপনি যদি ইমেজ খুঁজতে চান তাহলে ইমেজ ট্যাব ব্যবহার করুন। আপনি যদি একটি সাম্প্রতিক সংবাদ খজতে চান তাহলে নিউজ ট্যাব ব্যবহার করুন। ট্যাব ইউজ করে সার্চ করে অনেক সময় বাঁচাতে পারেন। এবং খুব সহজেই আপনি নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে পারবেন।

২। কোন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতেঃ

কোনো বিষয়ে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে তথ্য খুঁজতে চাচ্ছেন? খুবি সহজ ব্যপার । নির্দিষ্ট সাইটের তথ্য জানার জন্য অর্থাৎ শুধু ঐ সাইটের তথ্য পাবার জন্য Site: কী ব্যবহৃত হয়।

যেমন আপনি যদি trendybangla.com থেকে স্বাস্থ্য বিষয়ক ব্লগ পড়তে চান তাহলে ” স্বাস্থ্য Site:trendybangla.com” লিখে সার্চ করলেই শুধুমাত্র এই ওয়েব সাইট থেকেই তথ্য সকল আপনার সামনে আসবে। ব্যাপারটা অনেক মজার তাই না। একেবারেই ওই সাইটের সকল তথ্য পেয়ে যাবেন।

৩। কোটেশন ব্যাবহার করুনঃ

নির্দিষ্ট কিছু সার্চ করার সময়, গুগলের অনুমানকে সঠিক করতে কোটেশন ব্যবহার করে দেখুন। যখন আপনি কোটেশনের ভিতর রেখে কিছু সার্চ করবেন তখন গুগল কোটেশনের ভিতর রাখা পুরো বাক্যটিকে খুঁজে দেখাবে।

৪। একই ধরনের ওয়েবসাইট খুঁজে বের করতেঃ

অনেক সময় আমাদের একই ধরনের ওয়েবসাইট খুঁজে বের করতে হয় এ সময় আমরা related: কিওয়ার্ড টি ব্যবহার করতে পারি। তাহলে একই ধরনের ওয়েবসাইট খুঁজে বের করা যাবে।

৫। হাইফেন (-) ব্যবহার করে যেকোনো শব্দ কে বাদ দিতে পারেনঃ

শব্দবিভ্রাট এড়াতে হাইফেন ব্যবহার করে সার্চ করলে আপনি স্পেসিফিক যে জিনিসটি খুঁজে পেতে যাচ্ছেন সেটি খুঁজে পাওয়া খুবই সহজ । যেমন মনে করুন আপনি Jaguar নামের জন্তুটি দেখতে যাচ্ছে চাচ্ছেন কিন্তু গুগলে লিখে সার্চ দিলে আপনি জাগুয়ার কোম্পানির গাড়ি দেখতে পাবেন । তাই গাড়ি যেন না আসে সেজন্য আপনাকে Jaguar -car লিখে সার্চ করতে হবে তাহলে আপনি শুধুমাত্র নামের জন্তুটি দেখতে পারবেন।

৬। ক্যালকুলেটর, স্টপওয়াচ, টাইমার, কনভার্টারঃ

গুগলে বর্তমানে স্মার্ট, যা আপনাকে খুব সহজেই গুরুত্বপূর্ণ ও কার্যকরী তথ্য দিয়ে সাহায্য করবে। এটি কেবল তথ্য খোঁজার জন্যই নয়, গুগলের আরো অনেকগুলো দারুণ ফিচারস রয়েছে। যেমন গুগল ব্যবহার করে আপনি, ক্যালকুলেটর, স্টপওয়াচ, টাইমার ও কনভার্টার। এবং আপনি চাইলে খুব সহজেই আপনার অথবা অন্যকারোর বয়স বের করতে পারবেন। আপনার যখন যেইটা প্রয়োজন, তখন সেইটা সার্চ দিলেই পেয়ে যাবেন।

৭। লোকেশন খুঁজে বের করার নিয়মঃ

আপনার প্রয়োজনীয় কোন স্থানের লোকেশন খুব সহজেই এখন গুগল থেকে বের করতে পারবেন। নিচের ছবিটির দিখে লক্ষ্য করুন।

গুগলে সার্চ করার নিয়ম
লোকেশন খুঁজে বের করার নিয়ম

৮। নির্দিষ্ট ফরম্যাটের ফাইল খুঁজে পেতেঃ

আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের ফরম্যাটের ফাইল প্রয়োজন পড়ে। প্রেজেনটেশন দেয়ার জন্য তথ্য দরকার সাথে এমএস পাওয়ার পয়েন্টের .ppt ফরমাটও দরকার। এখন কি করা যায়?? সমাধান: অসংখ্য বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট প্রেসেনটেশন ইন্টারনেটে পাওয়া যায়। শুধু খুজে বের করা জানতে হবে। শুধু প্রেসেনটেশনের টপিক দিয়ে দিয়ে সার্চ দিলেই এটি পাওয়া যাবে না। এর জন্য নির্দিষ্ট নিয়ম আছে। তা হলো যে বিষয়ে খুজছেন তা লিখে .ppt দিন। এখন আপনার যদি pdf ফাইলে প্রয়োজন হই, তাহলে .pdf লিখে দেন।

আরও জানুন –

এন্ড্রয়েড ফোনের সকল সমস্যার সমাধান ও ১০টি টিপস

অনলাইনে ক্যারিয়ার গড়ার সুবিধা অসুবিধা ও ক্ষেত্রগুলো জেনে নিন

হার্ডওয়্যার ও সফটওয়্যার কি ও কত প্রকার বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here