ভ্রমণের উপকারিতা
ভ্রমণ করার ৭টি উপকারিতা ও এর গুরুত্ব

ভ্রমণের উপকারিতা রয়েছে অনেক। ঘোরাঘুরি পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। এই আর্টিকেল আপনি জানতে পারবেন, ভ্রমণ করার ১০টি উপকারিতা, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

ভ্রমণ কি?

সাধারণভাবে ভ্রমণ হচ্ছে, ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলন যা, মানুষ একস্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে, গাড়িতে, সাইকেলে, ট্রেনে, লঞ্চে কিংবা প্লেনে করে যায়। ভ্রমণে আপনি সাথে করে ট্রাভেল ব্যাগ, লাগেজ নিতে পারেন আবার নাও নিতে পারেন। আবার, যাত্রা পথে কোথাও কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য অবকাশ যাপন কেও ভ্রমণ বলা যেতে পারে।

ভ্রমণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

ভ্রমণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অসিম, প্রায় সবাই নতুন নতুন জাউগা ভিজিট করতে আগ্রহ দেখায়। নতুন জিনিস দেখার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। এছাড়াও এই পৃথিবীতে অজানাকে জানা এবং অদেখাকে দেখার যে আগ্রহ সেটি মানুষের রক্তের সাথে মিশে আছে। নতুন জিনিসের সাথে পরিচিত হওয়ার এ ইচ্ছা সৃষ্টির শুরু থেকে চলে আসছে। মানুষ গৃহকোণে আবদ্ধ হয়ে থাকতে চায় না। সীমাবদ্ধতার মাঝে বসবাস করার ফলে মানুষের মধ্যে ক্লান্তিবোধ নেমে আসে।

ভ্রমণের মধ্যে দিয়ে মানুষের জ্ঞান পরিপূর্ণ বিকাশ লাভ করে। যারা দেশভ্রমণ করে না তারা বাস্তব জগৎ থেকে শিক্ষা নিতে পারে না। ফলে তারা অনেক পিছিয়ে থাকে। এ প্রসঙ্গে শেক্সপিয়র বলেছেন- ‘Home keeping Youths ever having homely withs.’ অর্থাৎ ঘর কোণে যুবকের জ্ঞান বুদ্ধি বড়ই সীমিত। আবার টমাস হুড ভ্রমণের গুরুত্ব সম্পর্কে বলেন- ‘যে যতো বেশি ভ্রমণ করবে তার জ্ঞান ততো বেশি বৃদ্ধি পাবে।

ইসলামে ও ভ্রমণের যথেষ্ট গুরুত্ব রয়েছে

জ্ঞানীগুণীরা বলেন, পর্যটন হলো জ্ঞানসমুদ্রের সন্ধান। প্রফুল্ল মন ও শারীরিক সুস্থতার জন্য মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা খুব উপকারী। ভ্রমণ মানুষের মনের পরিধিকে বিস্তৃত করে। অন্যদিকে আল্লাহতায়ালাও তার প্রিয় বান্দাদের ভ্রমণ করতে বলেছেন। যেন তারা স্বচক্ষে দেখতে পারে সৃষ্টির বিশালতা ও দুনিয়ার রূপ।
এ প্রসঙ্গে কোরানে কারিমে আল্লাহতায়ালা ইরশাদ করেন, “আপনি বলুন! [হে প্রিয় হাবিব] তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ, কীভাবে সৃষ্টিকর্ম শুরু করেছেন”। [সুরা আনকাবুত: ২০]

বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর সৃষ্টির লীলা রহস্য। এই সৃষ্টি রহস্য ও ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টি রহস্য জানায়, ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়।

প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। মহান আল্লাহর বিশাল সৃষ্টি দর্শন, উপার্জন, জ্ঞান আহরণ, রোগ নিরাময় এবং আÍশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলামে। কেউ যদি সওয়াবের নিয়তে ভ্রমণ করে, পুরো ভ্রমণই তার সওয়াব অর্জন হবে। জ্ঞানার্জনের জন্য স্বামী-স্ত্রী সপরিবারে বা দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ায় কল্যাণ ও পুণ্য নিহিত রয়েছে।

ভ্রমণ করার ৭টি উপকারিতা

০১। অনেক কিছু শিখে জ্ঞানঅর্জন করা যায়
০২। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়
০৩। বিভিন্ন ধরনের কাজ করার আগ্রহ বাড়ে
০৪। নিজেকে ধৈর্যশীল করতে পারবেন
০৫। আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবেন
০৬। মন মানসিকতা সতেজ করা যায়
০৭। ভ্রমণ করার মাধ্যমে সুখী হওয়া যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here