সঠিক পথ দেখাবে সত্য, এই বাক্যটি কোথাও শুনেছেন বা পড়েছেন কি? শুনে থাকুন বা না থাকুন, আসলে এই বাক্যটি দ্বারা কি বুঝানো হয়েছে। মাত্র এই কথাটা মনে রাখতে পারলেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। কিভাবে অনেক দূর এগিয়ে যাবেন বা সাফল্যের উচ্চ শিখরে যাবেন? সে সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেলে জানতে পারবেন।
সাফল্যের পেছনে সঠিক পথ এবং সত্য শব্দ ২টি খুব গভীর ভাবে জড়িত। একটা ভালো সাফল্যের মাঝে অনেক আনন্দ নিহিত থাকে ।
সফলতা কাকে বলে?
সফলতার সংজ্ঞা সবার এক নয়, তবে প্রধান বিষয়টা হচ্ছে, সফলতা মানে কোন কাজে সন্তুষ্টি হওয়া। আপনার পজিটিভ কোন কাজ থেকে প্রত্যাশা অনুযায়ী যদি ফলাফল পান, এবং যদি সন্তুষ্ট থাকেন। তারমানে হচ্ছে আপনি এই কাজে সফলতা অর্জন করেছেন।
যার যা লক্ষ্য তার কাছে সেটাই সফলতা। সফলতা ঠিক তরল পদার্থের মতো, কোন জলকে যেমন যে পাত্রে রাখা যায় এবং তা সেই পাত্রের আকার ধারণ করে । সফলতাও ঠিক সেইরকম তাকে যে যেভাবে চায় সে তার কাছে সেইভাবেই ধরা দেয়। আরও সহজ করে বললে,আত্মপ্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে পারাই হচ্ছে সফলতা
অনেকের ইচ্ছা বড় কোম্পানির মালিক হওয়ার, কেউ যদি সঠিক উপায়ে হতে পারে এবং এইটা তৈরি করার পর সে যদি যথেষ্ট সন্তুষ্ট। তারমানে সে সফলতা অর্জন করেছে। এখন এক এক জনের ইচ্ছা এক এক রকম, যার ইচ্ছায় যেইরকম থাকুক না কেন, সে ইচ্ছার শেষ পর্যায়ে গিয়ে সবকিছু সম্পন্ন করতে পারা এবং তার কাজ থেকে সন্তুষ্ট হওয়াই হচ্ছে সফলতা। আশাকরি ব্যাপার টা ভালোভাবে বুঝতে কোন অসুবিধা হয়নি।
সফলতা জন্য সত্য কেন গুরুত্বপূর্ণ?
কোন কাজে এত সহজেই সফল হওয়ার যায় না, কঠিন অধ্যবসায় এবং সঠিক সময়ে সঠিক কাজ করতে পারার সক্ষমতাই সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে সাহায্য করে। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সত্য। হ্যাঁ সফলতার পিছনে এইটাই উপযুক্ত কথা, আপনি যতই পরিশ্রম করেন না কেন, যত কিছুই জানেন না কেন, যত টাকাই থাকুক না কেন, যদি আপনি সৎ পথে না চলেন, সৎ ভাবে না কাজ করেন, আপনার আয় করার উপায় গুলো যদি সৎ না হয়, তাহলে আপনি প্রকৃতি সাফল্য অর্জন করতে পারবেন না। অনেক বড় হয়ে গেলেও যদি সৎ না থাকেন, নিজের আত্মা থেকে বিন্দু মাত্রও সন্তুষ্টি হবেন না। প্রকৃতি সুখী হওয়ার জন্য মিথ্যাকে ছেড়ে সত্যকে ধরতে হবে।
তাই আপনাকে অবশ্যই সৎ পথে চলতে হবে। অসৎ পথে চললে সাময়িক আনন্দ পাবেন কিন্ত স্থায়ী না। একটার পর একটা ঝামেলা পোহাতে হবে আপনাকে, একটা মিথ্যা কথা বলে বাঁচার জন্য আরও অনেক মিথ্যা কথা বলতে হবে। আর এইভাবে চললে একদিন আপনি সবার কাছে অবিশ্বাসযোগ্য হয়ে যাবেন। কারণ সত্যকে কখনোই ঢেকে রাখা যায় না।
আপনার পথকে সহজ করে দিবে আপনার সত্য, সঠিক পথে চললে ভালো কিছু অর্জন করা যায়। আর প্রকৃতি সঠিক পথ দেখাতে পারে শুধু সত্য। তাই আমাদের সর্বদা সৎ পথে চলা উচিত।
সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে কাজী নজরুল ইসলাম আমৃত সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’ হিসেবে তিনি সমধিক পরিচিত। সৎ পথে চলার সম্পর্কে কাজী নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ কথা বলছেন –
“আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা-শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে-পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। রাজভয়-লোকভয় কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমাকে কিছু করতে পারবে না।“
তাই জীবনের ভালো সাফল্য পেতে, নিজেকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই সঠিক পথে চলতে হবে, আর সঠিক পথ দেখাতে পারে শুধু সত্য।