ইন্টারনেট সম্পর্কে অজানা তথ্য
ইন্টারনেট সম্পর্কে অজানা তথ্য; ইন্টারনেট সম্পর্কে কিছু জানা অজানা তথ্য; ইন্টারনেটের ব্যবহার কি কি; ইন্টারনেট সম্পর্কে তথ্য

আমরা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করছি, এটি ছাড়া এক মুহূর্ত ও চলতে পারি, কিন্ত কয়জনই বা এটির সম্পর্কে জানি। এখানে ইন্টারনেট সম্পর্কে অজানা তথ্য গুলো জানতে পারবেন।

ইন্টারনেট কিঃ

আমরা কমবেশী সবাই ইন্টারনেট ব্যবহার করি,তাই না? কিন্তু আমরা কয়জন জানি ইন্টারনেট কি? কোন কাঠামোগত সঙ্গাতে না গিয়ে যদি সোজা ভাবে বলি ইন্টার নেট কি তাহলে হলো-

ইন্টারনেট হলো একটা মাছ ধরার জালের মতন। ওই যে জাল আছে না যেটা আমরা পানিতে ছুড়ে দিয়ে অনেক মাছ ধরি,ঠিক তেমন।

বোঝার সুবিধার্থে ধরে নিন ওই ঝাকি জালের ভেতরের সমস্ত মাছ গুলো হলো সব কম্পিউটার আর আপনি যে জাল দিয়ে মাছ গুলোকে প্যাঁচায় ধরে রেখেছেন সেটা হলো ইন্টারনেট। ইন্টারনেট হলো, এমন একটা অদৃশ্য জাদুর জাল যার ভেতরে রয়েছে পৃথিবীর সকল কম্পিউটার। এই জাদুর জালের সাহায্যেই আপনি অংশগ্রহণ করতে পারেন বিস্ময়কর এক যোগাযোগ ব্যবস্থায়,যার মাধ্যমে আপনি চাইলেই দুনিয়ার অন্য প্রান্তে থাকা কম্পিউটারে সাথে আপনার ঘরের কম্পিউটার টাকে কয়েক সেকেন্ডের মধ্যেই সংযুক্ত করতে পারেন।

ইন্টারনেট এর প্রয়োজনীয়তাঃ

যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা এক ঘন্টাও ইন্টারনেট ছাড়া থাকতে পারেন না,তাকে কেবল একটা পুরো দিন ইন্টারনেট ছাড়া থাকতে দিন। কেবল সেই বুঝবে তখন ইন্টারনেট এর কি প্রয়োজনীয়তা!!

বিশ্বায়নের এ যুগে মানবসভ্যতার উন্নততর বিকাশ সাধনে ইন্টারনেটের অবদান কতটা গভীর আসলে সেটা পরিমাপ করা ও যায় না। তথ্যপ্রযুক্তি এ যুগে ইন্টারনেট এর সাহায্যেই আপনি এমন অনেক কাজ করতে পারবেন যেগুলো ইন্টারনেট ছাড়া করতে আপনার টাকা এবং সময় দুটোই বেহিসাব খরচ হবে,তার সাথে আপনার পারিশ্রমের কথা নাই বললাম।

ইন্টারনেট সম্পর্কে অজানা তথ্য

১। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭.৩ বিলিয়ন

পৃথিবীর প্রায় ৭.৩ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। অবাক করা ব্যাপার হল এই ৭.৩ বিলিয়নের মধ্যে ৫০% মানে প্রায় ৩.৫ বিলিয়ন মানুষ এশিয়ার। এটা শুনে আরও বেশি অবাক হবেন যে, ইন্টারনেট যদি একদিনের জন্য বন্ধ থাকে, তাহলে প্রায় ২০০ বিলিয়ন ইমেইল এবং ৫ বিলিয়ন গুগল তথ্য ওয়েটিং এ থাকবে। জানেন কি ইউটিউব প্রতিষ্ঠার পেছনে ছিলেন একজন বাংলাদেশী? এতে করে প্রায় কয়েকশ বিলিয়ন ট্রানজেকশন বন্ধ থাকবে। এতে এই একদিনের বিশ্বের অর্থনীতিতে ধ্বস নামবে। যা রিকোভার করতেও লেগে যাবে মাসখানেক।

২। ৪ বিলিয়ন মানুষ ইন্টারনেট থেকে বঞ্চিত

৭.৩ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে জেনে আপনি হয়তো অবাক হয়েছেন। কিন্তু জানেন কি পৃথিবীর ৪ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত? এটা জাতিসংঘের রিপোর্ট যেখান থেকে জানা যায় দরিদ্র দেশ ও বিভিন্ন দেশের সংখ্যালঘু প্রায় ৪ বিলিয়ন মানুষ ইন্টারনেট সুবিধা পায় না।

৩। সবচেয়ে বেশি ব্যবহার

যদিও চায়নাতে ফেইসবুক থেকে শুরু করে ইউটিউবসহ অনেক ওয়েবসাইটকেই তাদের সরকার ব্যান করেছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্রাউজ করা হয় এই চায়নাতেই। প্রায় ২০০ মিলিয়ন মানুষ এখানে ইন্টারনেট ব্যবহার করে থাকে। যাদের বয়স ১৫ থেকে ৩৫ বছর। এর ফলে তারা নিজের উপরেই কন্ট্রোল হারিয়ে ফেলছে।

৪। প্রথম ওয়েবসাইট

সবচেয়ে মজার ব্যাপার হল, ইন্টারনেটে বানানো প্রথম ওয়েবসাইটটি আজও আছে। ১৯৯১ সালের ৬ই আগস্টে তৈরি ওই ওয়েবসাইটটি এখনও বন্ধ করা হয়নি। তবে, অরিজিনাল ডোমেনটি নেই। কম্পিউটার অ্যাট দ্যা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, CERN টিম বার্নারর্সের বানানো পৃথীবীর প্রথম ওয়েবসাইটটি তাদের অফিসিয়াল ডোমেইনের সঙ্গে সংযুক্ত করে সংগ্রহ করে রাখে। দেখে নিন ইন্টারনেটে পৃথিবীর প্রথম ওয়েবসাইট।

৫। প্রথম ওয়েবক্যাম

কেমব্রিজ ইউনিভার্সিটিতে প্রথম ওয়েবক্যাম বানানো হয়েছিল, যার কারণ ছিল একটি ট্রোজেন কফি পটকে মনিটর করা। ভিডিও ফিড হিসাবে একটি ১২৮ গুন ১২৮ গ্রেস্কেল পিকচার রাখা হয়েছিল।

৬। ইমেইল

ইন্টারনেটে প্রতি মিনেটেই ২০৪ মিলিয়ন ইমেইল আদান-প্রদান হয়ে থাকে। কিন্তু মজার বিষয় হল এই ২০৪ মিলিয়নের প্রায় ৭০% থাকে স্পার্ম ইমেইল। আর এটা কি জানেন একটা ইমেইল আদান-প্রদান করতেই লেগে যায় ২০০ বিলিয়ন ইলেকট্রন।

৭। ইন্টারনেটে লোডশেডিং

আমরাতো দিনের যে কোন সময় চাইলেই ইন্টারনেট চালাতে পারি। আচ্ছা এটা কি ভেবে দেখেছেন সব ধরেনের ইলেকট্রনিক জিনিস চালাতে কারেন্ট লাগে, তাহলে ইন্টারনেটেও কি কারেন্ট লাগে? আর কখনো কি ইন্টারনেটে লোডশেডিং হয় না? সারাবিশ্বে ইন্টারনেট চালাতে লাগে প্রায় ৫০ মিলিয়ন হরসপাওয়ার এনার্জি আর এই শক্তির যোগান অনবরত হয়ে থাকে, তাই লোডশেডিংয়ের কোন প্রশ্নই আসে না।

৮। ইন্টারনেট স্পিড

আচ্ছা আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড এখন কত? যদি ওয়াইফাই ইউজ করে থাকেন, তাহলে ওয়াইফাইয়ের স্পিড কত? হা আপনার উত্তর সম্ভত ১-২০ এমবিপিএস হয়ে থাকবে। জানেন কি এই ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড কত হতে পারে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here