ইনস্টাগ্রাম মার্কেটিং কি
ইনস্টাগ্রাম মার্কেটিং কি? ইনস্টাগ্রাম মার্কেটিং করার টিপস

ইনস্টাগ্রাম মার্কেটিং কি? ইনস্টাগ্রাম মার্কেটিং করার কার্যকরী ও প্রয়োজনীয় কিছু টিপস, যে গুলো জানার জন্য আপনাকে শেষ পর্যন্ত পড়তে হবে।

বর্তমান সময়ে ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয় সোশ্যাল সাইড গুলোর মধ্যে একটা অন্যতম। ইনস্টাগ্রাম মার্কেটিং করে হাজার হাজার ট্রাফিক নিয়ে আশা যায় ওয়েবসাইট, আর এর ফলে ভালো একটা ইনকাম হওয়ার সম্ভবনা থাকবে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্যতম একটা ধাপ বা উপায় হচ্ছে ইনসটাগ্রাম মার্কেটিং। তাহলে জেনে নিন কিভাবে করবেন ইনস্টাগ্রাম মার্কেটিং?

কিভাবে ইন্সটাগ্রাম মার্কেটিং করবেন?

১। ইন্সটাগ্রামে মার্কেটিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই Sign Up করতে হবে।
Your Email / Phone Number >> Your Name >> User Name >> Password.

২। Sign Up করার সময় আপনি আপনার একাউন্টের নাম নিশ রিলেটেড দিবেন কারণ প্রথম দিক দিয়ে হয়ত ফিমেল নেম দিয়ে দিলেন কিন্তু এখন ওটা ততটা কাজে দেয় না । তাই নিশ রিলেটেড নাম দিবেন । চেষ্টা করবেন নিশ রিলেটেড ইউনিক নাম দেওয়ার তাতে যারা আপনার নিশ পিপল তাদের মধ্যে একটা আগ্রহ থাকবে।

৩। আপনি তো আপনার অ্যাকাউন্ট করে ফেললেন কিন্তু এখন অ্যাকাউন্ট তো সাজাতে হবে । তো অ্যাকাউন্ট সাজানোর জন্য আপনাকে অবশ্যই একটা প্রো-পিক দিতে হবে । তো প্রো-পিক দিলেন।

৪। প্রো-পিক দেওয়ার পর আপনি আপনার প্রোফাইল এর বায়ো লিখবেন সুন্দর করে । কারোর টা কপি করবেন না আগেই বলেছি ইউনিক করতে হবে তাতে যারা আপনার নিশ পিপল তাদের মধ্যে একটা আগ্রহ থাকবে।

৫। আপনি আপনার প্রোফাইল পুরোপুরি কমপ্লিট করলেন । এখন আপনি আপনার অ্যাকাউন্টে নিশরিলেটেড ফটো পোস্ট করবেন ২-৩ টা যাতে আপনার অ্যাকাউন্টটি খালি মনে না হয় ।

৬। পোস্ট করার সময় ভাল ইউনিক ক্যাপশন দেয়ার চেষ্টা করবেন ।

৭। পোস্ট ফটো যেখান থেকে নিয়েছেন তার ক্রেডিট দিবেন । নয়ত উনি যদি আপনার অ্যাকাউন্ট এ রিপোর্ট করে বুঝতেই পারতেছেন অ্যাকাউন্ট ব্যান খাবেন ।

৮। যদি ইন্সটাগ্রাম থেকে ফটো নিয়ে থাকেন তাহলে অবশ্যই আগে যার অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন তার অনুমতি নিয়ে নিবেন ।

৯। সে যদি অনুমতি দেয় তাহলে তাকে ক্রেডিট দিতে হবে ।

১০। আর যদি না দেয় তাহলে আপনার জন্য আছে Pinterest

১১। পোস্টের সময় হ্যাসট্যাগ ব্যবহার করবেন সাথে লিংক দিবেন আপনার যদি ওয়েবসাইট থাকে বা ফেইসবুক এর সাথে লিংক করে দেবেন।

১২। আপনার পোস্টে ১৫ সেকেন্ডের ভিডিও দিন।

১৩। অন্যদের ছবি ট্যাগ করে তাদের ধন্যবাদ জানাবেন।

১৪। আপনার ফলোয়ার, কাস্টমারদের মেনশন করুন ও তাদের কনটেন্ট শেয়ার করুন।

১৫। চেষ্টা করুন মজার ও বিনোদন মূলক ছবি দিতে যাতে ঐগুলা ভাইরাল হয়।

১৬। আপনি আপনার ফলোয়ারদের ছবি আপনাকে ইনবক্স করতে বলেন যাতে আপনি তাদের ছবি ট্যাগ করে তাদের সাথে রিলেশন বাড়াতে পারেন।

১৭। আপনি রো ছবি আপলোড করতে পারেন যাতে মানুষ বেশি মুগ্ধ হয়ে থাকে।

১৮। Pinterest থেকে একটু সময় নিয়ে খুব সুন্দর সুন্দর ফটো বের করে নিবেন । যেমন বেশি রি-পিন ওয়ালা ফটো ব্যবহার করতে পারেন । তো বেশি রি-পিন ওয়ালা ফটো বের করার জন্য ( Pinterest Sort ) অ্যাডঅনটি ব্যাবহার করতে পারেন ।

১৯। তো এখন পোস্ট করার জন্য কন্টেন্ট কালেক্ট করলেন আপনার মনে প্রশ্ন আস্তেই পারে কিভাবে পোস্ট করলে আপনার রিচ, এঙ্গগেজমেন্ট বেশি হতে পারে অথবা আপনার নিশ পিপল দের কাছে আপনার পোস্ট করা কন্টেন্ট তাদের কাছে পৌছাবে, কারণ আমি তো সবে মাত্র অ্যাকাউন্ট করলাম ২ দিন হল আমার তো কোনো ফলোয়ার নাই ।

২০। রিচ, এঙ্গগেজমেন্ট বাড়ানো কিংবা নিশ পিপল দের কাছে আপনার পোস্ট করা কন্টেন্ট পৌছানোর জন্য আপনাকে #Hash_Tag ব্যাবহার করতে হবে, মানে নিশ রিলেটেড #Hash_Tag । যেহেতু আপনার এখন কোনো ফলোয়ার নাই বর্তমানে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here