পিন্টারেস্ট মার্কেটিং কি
পিন্টারেস্ট মার্কেটিং কি? কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করবেন

পিন্টারেস্ট মার্কেটিং কি, কিভাবে করবেন পিন্টারেস্ট মার্কেটিং কি এবং এর সুবিধা গুলো কি কি এই সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং হচ্ছে অন্যতম জনপ্রিয় পেশা। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই দক্ষ ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া উচিত। ডিজিটাল মার্কেটিং এর অনেক গুলো ধাপ রয়েছে এর মধ্যে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন্যতম। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আরেকটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী ধাপ বা উপায় হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। তাহলে আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানবো।

পিন্টারেস্ট মার্কেটিং কি?

বর্তমানে পিন্টারেস্ট মার্কেটিং অনেক জনপ্রিয় একটি ট্রাফিক সোর্সের মাধ্যম। পিন্টারেস্ট একটি ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন, যা একটি ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে। ২০১০ সালের মার্চ মাসে পল শিয়ারা, ইভান শার্প ও বেন সিলবারমান প্রতিষ্ঠা করেন। সোশ্যাল নেটওয়ার্ক গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ফেসবুক আর দ্বিতীয় স্থানটি দখল করার জন্য মারাত্মক প্রতিযোগিতা চলছে পিন্টারেস্ট, গুগল প্লাস ও টুইটার এর মধ্যে।

এর ব্যবহারকারী সাত কোটিরও বেশি, যাদের মধ্যে বেশিরভাগ ব্লগার, কোম্পানী, ব্র্যান্ড এবং ব্যবসাসমূহ নিয়ে আছেন। পিন্টারেস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক বড় একটা প্রভাব নিয়ে আছে। ফটো শেয়ারিং সাইট হলেও বিজনেস এর দিক দিয়ে পিন্টারেস্ট এর মতো সুবিধাজনক জায়গা অন্য সোশ্যাল মিডিয়ায় পাওয়া কষ্টকর। আর এ কথা বলার অপেক্ষা রাখে না যে, পিন্টারেস্ট ঠিক তাদের কাছেই সবচেয়ে বেশি জনপ্রিয় যাদের শপিং এ কোন জুড়ি নেই। সুতরাং পিন্টারেস্ট এর মাধ্যমে আপনি আপনার পন্যের প্রচার করে ব্যবসার উন্নতি করতে পারেন খুব সহজেই।

আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েটও করে থাকেন, তবুও পিন্টারেস্ট থেকে প্রচুর ভিজিটর আপনার সাইটে নিয়ে আসতে পারেন। এইজন্য আপনাকে অবশ্যই পিন্টারেস্ট থেকে কিভাবে ভিজিটর নিয়ে আসতে হয়, এই ব্যাপার গুলো সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে।

পিন্টারেস্ট এ ভালো করার কার্যকরী ৮টি উপায়

১। প্রতিদিন কমপক্ষে পাঁচ বার পিন করতে হবে।

২। পিন শিডিউল তৈরি করতে হবে।

৩। আপনার ওয়েব সাইটে রিচ পিন অ্যাড করার জন্য এপ্লাই করুন।

৪। “Pin it for later” বাটন এ্যাড করুন।

৫। আপনার ইমেজটি সঠিক ভাবে রিসাইজ করুন।

৬। ইমেজ তৈরির সময় এবং পিন করার সময় টেক্সট ব্যাবহার করুন।

৭। কিওয়ার্ড সংশ্লিষ্ট ডেসক্রিপশন দিতে হবে এবং বোর্ড তৈরি করতে হবে।

৮। ডেসক্রিপশন এ আপনার প্রয়োজনীয় লিঙ্ক ইউজ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here