Google কিভাবে কাজ করে? ও এর ইতিহাস

গুগল কিভাবে কাজ করে? যারা এসইও প্রফেশনালি শিখতে চাচ্ছেন বা এসইও এক্সপার্ট হতে চাচ্ছেন, তাদেরকে অবশ্যই ভালোভাবে জানা উচিত, গুগল কিভাবে কাজ করে?

আমরা প্রতিনিয়ত প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করি গুগলে তাই না? গুগল তখন কি করে, ১ম পেইজে ১০টা ওয়েবসাইট নিয়ে আসে এবং ২য় পেইজে নিয়ে আসে ১০টা, ধারাবাহিকভাবে ৩য়, ৪র্থ পেইজে ওয়েবসাইট গুলো নিয়ে আসতে থাকে। এইভাবে হাজার হাজার ওয়েবসাইট নিয়ে আসে গুগল তার ডাটাবেজ থেকে, ধারাবাহিকভাবে কিভাবে নিয়ে আসে এই সম্পর্কে অবশ্যই বিস্তারিত আপনার জানা উচিত। প্রশ্ন হচ্ছে এখানে কোন ওয়েবসাইট গুলো প্রথম পেইজে নিয়ে আসে এবং কেন কোন কারণগুলোর কারনে নিয়ে?

গুগলের সার্ভারে হাজার হাজার ওয়েবসাইট জমা দেওয়া আছে এবং প্রতিনিয়ত দিচ্ছে। আমরা যখন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করি প্রথম পেইজে ১০টি ওয়েবসাইট দেখায়, আর বাকি গুলো ২য়, ৩য় পেইজগুলোতে দেখাই।

যেমনঃ আপনি যদি গুগলে সার্চ দেন, Digital Marketing Services in USA তাহলে দেখতে পারবেন হাজার হাজার ওয়েবসাইট ধারাবাহিকভাবে দেখাচ্ছে, কিন্ত একটা ব্যপার খেয়াল করে দেখবেন প্রথম ১০টা ওয়েবসাইট যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো দিচ্ছে ঠিক ২য় পেইজের ১০টা ওয়েবসাইট ও ডিজিটাল মার্কেটিং সেবা গুলো দিচ্ছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে গুগল এই কাজটা কিভাবে করে থাকে?

কি কি কারণ গুলোর জন্য ১০টা ওয়েবসাইট গুগলের ১ম পেইজে দেখাইছে এবং কেন যদি এর উত্তর সঠিকভাবে জানতে ও বুঝতে পারেন, তাহলেই আপনার এসইও শিখাটা আরও সহজ হবে এবং আপনার ওয়েবসাইটকে ও প্রথম পেইজে নিয়ে আসতে পারবেন।

প্রথম ধাপেঃ

গুগলে আমরা কোন কীওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে থাকি। তখন গুগলের রোবট এই কীওয়ার্ড টা খুব অল্প সময়ের মধ্যে ক্যাচ করে ফেলে।

দ্বিতীয় ধাপেঃ

গুগলের রোবট গুলো সার্চ করা কিওয়ার্ড রিলেটেড সকল ওয়েবসাইট তার ডাটাবেজ থেকে আলাদা করে ফেলে। অর্থাৎ আমরা যে কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিয়ে থাকি, গুগলের রোবট তার সার্ভার থেকে জমাকৃত ওয়েবসাইট গুলোর মধ্য থেকে ওই কিওয়ার্ড রিলেটেড সকল ওয়েবসাইটকে আলাদা করে ফেলে।

তৃতীয় ধাপেঃ

সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে এই ধাপে। অর্থাৎ এখান থেকেই এসইও এর খেলা শুরু হয়। সার্চ করা কিওয়ার্ড রিলেটেড যে ওয়েবসাইট গুলোকে গুগল তার ডাটাবেজ থেকে আলাদা করে ফেলে, আলাদা করা সব ওয়েবসাইট এর মধ্যে গুগল অ্যালগোরিদম অ্যাপ্লাই করে।

অর্থাৎ কোন ওয়েবসাইটকে ১ম পেইজে ১ম পজিশনে দেখাবে, কোন সাইটকে ১ম পেইজে ২য় পজিশনে দেখাবে, বা ৩য় পজিশনে দেখাবে এককথায়, ধাপে ধাপে কোন ওয়েবসাইট গুলো আগে দেখাবে, এই কাজটা করার জন্য গুগল সার্চ করা কীওয়ার্ড রিলেটেড আলাদা করা ওয়েবসাইট গুলোর উপর, গুগলের ২০০+ রেঙ্কিং ফ্যাক্টর অ্যাপ্লাই করে। যে ওয়েবসাইট এর মধ্যে ২০০+ রেঙ্কিং ফ্যাক্টর পরিপূর্ণভাবে পাবে, সেই ওয়েবসাইটটি ১ম পেইজে ১ম পজিশনে দেখাবে। খুব অল্প সময়ে গুগল এইভাবেই আমাদের সামনে ওয়েবসাইট উপস্তাপন করে থাকে।

এই বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই বিস্তারিতভাবে জানা উচিত ২০০+ রেঙ্কিং গুলো সম্পর্কে। নিচে আমরা বিস্তারিত ভাবে এইগুলো সম্পর্কে জানবো এবং ২০০+ রেকিং ফ্যাক্টর গুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে অর্থাৎ ২০টি গুরুত্বপূর্ণ রেঙ্কিং ফ্যাক্টর গুলো সম্পর্কে ভালোভাবে জানবো।

Leave a Comment