সার্চ ইঞ্জিন কি ও কিভাবে কাজ করে
সার্চ ইঞ্জিন কি ও কিভাবে কাজ করে

সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? এবং বিশ্বের সেরা ১০টি সার্চ ইঞ্জিন গুলো সম্পর্কে বিস্তারিত ইনফরমেটিভ তথ্য জানতে পারবেন এই আর্টিকেল থেকে। তাহলে আপনার জ্ঞানের পরিধি আরও একধাপ বাড়ানোর জন্য শেষ পর্যন্ত পড়ুন।

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। ইন্টারনেটের এই জগতের কত কিছুই আছে যা আমরা দেখতে পায়, জানতে পারি অজানা অনেক তথ্য। জানার মাধ্যমটা কী, কিভাবে আমরা এত কিছু জেনে থাকি বা কোথায় থেকে জানতে পারি? এইরকম প্রশ্ন আসতেই পারে। আমরা প্রধানত সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা গুগল থেকে জেনে থাকি। তথ্য জানার মাধ্যম গুলর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল, হ্যাঁ এইটার আরেক নাম সার্চ ইঞ্জিন।

সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন মূলত একটি সফটওয়্যার। সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরণের অনলাইন ডাটা স্টোরেড সার্চ মেশিন। যাহা বিভিন্ন ধরণের ডাটা বা তথ্য অনলাইন ডাটাবেজে জমা করে রাখে এবং ভিজিটরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য বা সেবা প্রদান করে থাকে। ভিজিটর তার সার্চ সর্ম্পকিত সকল ধরণের তথ্য খুব সহজেই সার্চ ইঞ্জিনে সার্চ করে পেয়ে থাকেন। সার্চ ইঞ্জিন তার এই কাজ টি করতে সময় নেয় মাত্র ন্যানো সেকেন্ড। সহজ ভাষায় বলা যায় সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেটে কীয়ার্ডের মাধ্যমে কোন কিছু খোঁজার এক ধরনের সফটওয়ার বা এপ্লিকেশন। যেখানে কোন কিছু লিখে সার্চ দিলেই চোখের পলকে যে কোন বিষয়ে হাজার হাজার তথ্য সামনে হাজির করবে।

প্রথম Search Engine হিসেবে www.excite.com আত্মপ্রকাশ করে। সম্প্রতি সময়ের সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে Google, এছাড়াও রয়েছে অনেক সার্চ ইঞ্জিন। এমনকি প্রত্যেকটা দেশেই অন্ততপক্ষে ১টি করে সার্চ ইঞ্জিন আছে।

এখানে আমরা আরও কার্যকরী ও বিস্তারিত জানবো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং বিশ্বের সেরা ১০টি সার্চ ইঞ্জিন গুলো সম্পর্কে।

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

সার্চ ইঞ্জিন তার নিজস্ব সফ্টওয়ার এর মাধ্যমে কাজ করে থাকে। সফ্টওয়ারটির নাম ক্রউলার। সার্চ ইঞ্জিন তার স্বয়ংক্রিয় ক্রউলার বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে পাঠায়, ক্রউলার অনলাইনে ওয়েবসাইট বা ব্লগ থেকে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করে, নিজস্ব ডাটা বেজে বা ডাটা সেন্টারে জমা রাখে। সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সকল ধরনের ওয়েবসাইটসহ প্রত্যেকটি সাইটের সকল লিংক ভিজিট অর্থাৎ Crawling (ক্রলিং) করার মাধ্যমে সকল প্রকার ডাটাবেজ Index করে Save করে নেয়।

পরবর্তীতে সার্চ ইঞ্জিন এর অনুসন্ধান অনুযায়ী ওয়েবসাইট বা ব্লগের Index করা ভালমানের ডাটাগুলি সার্চ রেজাল্টে ক্রমান্বয়ে প্রকাশ করে থাকে। এ ক্ষেত্রে যত ভালভাবে ওয়েবসাইট বা ব্লগটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হবে, সার্চ রেজাল্টের তত উপরে ওয়েবসাইট বা ব্লগটির কনটেন্ট দেখতে পাওয়া যাবে।

সার্চ ইঞ্জিনগুলো তৈরি হয়েছে, মানুষের তথ্য খুজে পাওয়ার জন্য। সেজন্য কোন কিছু সার্চ দিলে যাতে সবচাইতে সেরা তথ্য খুজে পাওয়া যায় সেজন্য সার্চইঞ্জিন সাইটগুলো কিছু পোগ্রাম তৈরি করে রাখে। যেটি সকল সাইটগুলোর মধ্যে কিছু বিষয় তুলনা করে সেরা সাইটগুলোকে সার্চের সামনে নিয়ে আসে। সেরা সাইট নির্বাচন করার জন্য তারা দেখে ওয়েবসাইটটির মানসম্মত কিনা, ওয়েবসাইটের তথ্য সকলের জন্য প্রয়োজনীয় কিনা, ওয়েবসাইটটি কেমন জনপ্রিয় এগুলোসহ আরও কিছু বিষয় নিয়ে ফলাফল প্রদর্শন করে।

বিশ্বের সেরা ১০টি সার্চ ইঞ্জিন

01. Google.com
02. Bing.com
03. Yahoo.com
04. Baidu.com
05. Yandex.com
06. DuckDuckGo.com
07. Aks.com
08. Aol.com
09. WolframAlpha.com
10. Archive.org

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here