তরুণ মাইক্রোস্টক গ্রাফিক ডিজাইনার খালিদ সাইফের সফলতার গল্প
আমি খালেদ সাইফ, নিজেকে একজন ডিজাইনার হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি । তবে এখনো অনেক দূরে পাড়ি দেওয়া বাকি তাই পুরোপুরি ডিজাইনার দাবি করার সময় হয়তো এখনো হয়নি। পেশাঃ পেশা বলতে আমি এখনো ছাত্র, পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি। পড়াশুনা বলতে ২০১৬ তে SSC পাশ এর পর ঢাকায় আসা তারপর মোহাম্মদপুর গ্রাফিক আর্টস ইন্সটিটিউট থেকে কম্পিউটার টেকনোলজি ডিপ্লোমা ৮ম পর্বে আছি, করোনার কারণে ইন্টার্নি আটকে আছে তাই এখনো ডিপ্লোমা পাশ করা হয়নি। যেহেতু ফ্রিল্যান্সার, তাই বাসা থেকেই কাজ করা হয়, যদিও ঢাকায় আমি আমার ফুফুর বাসায় থাকি আর সেখান থেকেই আমার সব কিছু। এখন পর্যন্ত আমার পার্সোনাল প্রোফাইলে ভিন্ন ভিন্ন মার্কেট এ প্রায় ১০০০+ প্রোডাক্ট আছে তবে আমি আমার প্রোফাইল থেকে বেশি আমার টিম এবং আমার টিমের প্রোফাইল থেকে প্রেজেন্ট করতে ভালোবাসি কারণ সেটাই আমার পরিচয়, আর টিম কে নিয়েই আমার যত স্বপ্ন, যত পরিশ্রম। আমার গ্রাফিক ডিজাইন এ আসার গল্পটা একটু ভিন্ন। কম্পিউটার টেকনোলজিতে পড়ার সুবাদে আমার শিখা শুরু হয় … Read more