ছেলেদের জন্য সেরা ১০টি পারফিউম
এই ঝলসানো গরমে, পুরুষদের জন্য এক অপরিহার্য প্রসাধনী হল পারফিউম। গরমে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে পারফিউম কিংবা বডি স্প্রে এর বিকল্প নেয়। পারফিউম ও বডি স্প্রে একই অর্থে ব্যাবহার হলেও, এদের মধ্য রয়েছে বিস্তার তফাৎ। সাধারণত পারফিউম এ সুগন্ধি ব্যবহারের পরিমাণ থাকে বেশি। যার ফলে, এটি দিনে এক বার ব্যবহারে সারাদিনে শরিরের দুর্গন্ধ থেকে পাওয়া যায় মুক্তি। অপরদিকে, বডি স্প্রে এর সুবাস তুলনা মূলক কম ছড়ায়। ৫-৬ ঘন্টার মধ্য এটির সুবাস নষ্ট হয়ে যায়। যে কারণে সারাক্ষণের সঙ্গী হিসাবে সাথে রাখতে হবে বডি স্প্রে কে। পারফিউম ব্যবহার, আপনাকে এসকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে। পারফিউম ক্রয় করতে গেলে দেখা যায় ক্রেতাদের মনে নানা রকম প্রশ্ন উঁকিঝুঁকি মারে। তার] প্রায়শই জিজ্ঞাসা করেন, পারফিউম কোনটা ভাল? দীর্ঘস্থায়ী পারফিউম কোনটি? ছেলেদের জন্য ভালো পারফিউম কোনটি? তাদের এসকল প্রশ্নের উত্তরের সাথে কম দামে ছেলেদের সেরা ১০টি পারফিউম নিয়ে থাকছে আমার আজকের এই পোষ্ট। পারফিউম বা পারফিউম এর সুবাস, এটার পছন্দ-অপছন্দ নির্ভর করে একান্ত ক্রেতার … Read more