আদর্শ শিক্ষক হওয়ার উপায় ও তার গুণাবলী
শিক্ষকতা নিঃসন্দেহে মহান পেশা। একজন ছাত্রকে কেবল শিক্ষিতই নয়, বরং ভাল মানুষ করে তোলার গুরু দায়িত্বটাও থাকে শিক্ষকরে ওপরেই। তাই একজন শিক্ষককে হতে হয় অনেক বেশি সচেতন, অনেক বেশি ধৈর্যশীল। একজন আদর্শ শিক্ষক হতে হলে আপনাকে বিশেষ কিছু গুণের অধিকারী হতে হবে। আদর্শ শিক্ষক হওয়ার উপায় আমরা যারা শিক্ষকতাকে নিজের জীবনের ব্রত হিসেবে নিয়েছি তাদের উদ্দেশ্যে আমার এ লেখা। আমরা সবাই শিক্ষক। কিন্তু আদর্শ শিক্ষকের সংখ্যা হাতে গোণা কয়েকজন। শতকরা হিসেবে বড়জোর ১% থেকে ৫%। কিন্তু কেন? আমরা কী ধরেই নিয়েছি আমরা যেভাবে পাঠদান করছি সেটাই সঠিক পদ্ধতি। মোটেই তা নয়। এবার আসুন আমরা আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। ০১। আমি যখন আমার লেকচার উপস্থাপন করার জন্য বোর্ডের সামনে গেলাম তখন আমাকে দেখতে হবে আমি কোন বিষয়ের কোন অধ্যায় পড়াচ্ছি। বিষয়ের নাম, আজকের পঠিতব্য বিষয় আমি বোর্ডে প্রথমত লিখে ফেলি। ০২। আপনার বক্তব্য উপস্থাপনের পূর্বে দেখতে হবে ক্লাসের পরিবেশটা আপনার পাঠদানের জন্য কতটা সহায়ক। ক্লাসে পর্যাপ্ত আলো ও বাতাসের … Read more