অবহেলা মানুষকে হাতাশাগ্রস্ত করে ফেলে। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন কেউ আপনাকে অবহেলা করলে তখন কি করা উচিত।
ভালোবাসার মানুষের সবকিছুই সহ্য করা যায়। কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না।’ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা এটি। আপনি যাকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না।
আপনি যাকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না। শত ব্যস্ততার মধ্যেও মনের ভেতর কোথায় যেন একটা আঁকুতি, একটা ভয়। এ ভয় কীসের? হারানোর নাকি চিরতরে হারিয়ে যাওয়া সে মানুষটির মন থেকে। এমন অবস্থায় অনেকে ভোগেন দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণায়। সার্বক্ষণিক উদ্বেগের তাড়নায় ঘটে স্বাস্থ্যহানি। কি করা উচিত সে বিষয়ে বিভ্রান্তিতে ভোগেন অনেকেই। কিন্তু সমস্যা সমাধানে যে এগিয়ে আসতে হবে আপনাকেই।
অবহেলা করলে কি করা উচিত
০১। কেউ যখন আপনাকে অবজ্ঞা অবহেলা করবে, তখন চিন্তা করুন এখানে আপনার কোন দোষ আছে কিনা। সবসময় নিজের দোষটা আগে খুঁজবেন, আপনি ভুল করেছেন হইতোবা এইজন্য আপনার কাছের মানুষটি অবহেলা করছে। তাই আগে নিজের কোন ভুল বা দোষ আছে কিনা দেখুন।
০২। কোন রকম ভুল বা দোষ ছাড়াও যদি কোন মানুষ আপনাকে অবহেলা করে তাহলে কারণটি বের করুন এবং সমাধান খুজুন। যে অবহেলা করছে তাকে বুঝান আপনি নিজেও বুঝার চেষ্টা করুন।
০৩। আপনি নিজেই চুপ থাকুন। কোন কাজের জন্য অবহেলা করলে সেইটা আর তার সামনে করবেন না, কোন কথা বললে আপনি চুপ থাকুন। জ্ঞানী লোকেরা খুম কম কথা বলে বেশি কাজ করেন।
০৪। কাজ দিয়ে প্রমাণ করুন। বিখ্যাথ মানুষগুলো তর্কে নয় কাজে জিতেছে। কেউ আপনাকে ছোট করে দেখলে তাকে বেষ্ট কাজ দিয়ে প্রমাণ করে দিন যে আপনি ও পারেন।
০৫। নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করেন। কাছের প্রিয় মানুষটি যদি অপমান, অবজ্ঞা বা অবহেলা করে তাহলে ভেঙ্গে পড়বেন না, মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি নিজেকে একদিন সঠিকটা প্রমাণ করতে পারবেন।
অবহেলা নিয়ে কিছু উক্তি
১। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। – হুমায়ুন আহমেদ
২। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। – হুমায়ুন আহমেদ
৩। ধ্রুপদী আঙিনা ব্যাপী কন্টকিত হাহাকার আর অবহেলা, যেন সে উদ্ভিদ নয় তাকালেই মনে হয় বিরান কারবালা। – হেলাল হাফিজ
৪। কাঁচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি কাঁচের চুড়ি ভাঙার মতই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি। সুনীল গঙ্গোপাধ্যায়
সুত্রঃ বানী ডট কম ডট বিডি