সফল ব্যবসায়ীর যে গুণাবলী থাকা উচিত
একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা সহজ। কিন্ত প্রতিযোগিতায় টিকে থেকে সাফল্য অর্জন করা খুবই কঠিন ও কষ্টসাধ্য কাজ। কারন বর্তমান প্রতিযোগিতায়মূলক বাজারে ব্যবসায় হলো একটি দক্ষতার খেলা। একজন ব্যবসায়ী কতটুকু দক্ষতা ও সফলতার সঙ্গে ব্যবসায় পরিচালনা করতে পারছে তার উপরই এর সাফল্য নির্ভর করে। একমাত্র উত্তম ব্যবসায়ীই ব্যবসায় প্রতিষ্ঠান সার্থকভাবে চালাতে পারে। নিম্নে একজন ব্যবসায়ীর যে সকল গুণ থাকা উচিত সেগুল আলোচনা করা হলোঃ ০১। সততা ও নিষ্ঠাঃ ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে সততা ও নিষ্ঠার উপর। কারণ একজন ব্যবসায়ীকে বিভিন্ন পক্ষের সঙ্গে সর্বদা লেনদেন, যোগাযোগ ও সুসম্পর্ক রক্ষা করে চলতে হয়। সততা ও নিষ্ঠা থাকলে সকল পক্ষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা ও সুনাম অর্জন করা সম্ভব হয়। তাই একজন ব্যবসায়ীর কথায় ও কাজে মিল থাকতে হবে। ০২। সময়ানুবর্তিতাঃ ব্যবসায়ীদের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান। কথায় আছে, “Time and tide wait for none.” আর এ জন্নই সময়ে সঠিক কাজটি তাকে অবশ্যই করতে হবে। সময়ানুবর্তিতা ব্যবসায়ীর অমূল্য সম্পদ। ০৩। যথেষ্ট কৌশলী … Read more