৫টি উপায়ে কিভাবে সঠিক ক্যারিয়ার নির্বাচন করবেন
আপনি কী সঠিক ক্যারিয়ার নির্বাচন করেছেন? নাকি এই ব্যাপারে এখনও চিন্তিত আছেন অথবা কোন চিন্তায় করছেন না, কিভাবে সঠিক ক্যারিয়ার নির্বাচন করবেন বুঝতে পারছেন না? যদি তাই হয়ে থাকে, তাহলে এই অনুচ্ছেদটি আপনার জন্য উপযুক্ত, এখানে জানতে পারবেন – ক্যারিয়ার কী? ক্যারিয়ার নির্বাচন করার গুরুত্ব? মাত্র ৫ টি ধাপে ক্যারিয়ার নির্বাচন করার উপায়। এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ও সফল হওয়ার কিছু কার্যকারী ফর্মুলা। প্রকৃতপক্ষে আমরা অনেকে ভালো করে জানিই না ক্যারিয়ার কী, এইটার গুরুত্ব কতটুকু এবং কিভাবে সঠিক ক্যারিয়ার নির্বাচন করবো? তাহলে শুরু করা যাক – প্রথমেই জানি ক্যারিয়ার কী? কোনো মানুষ তার জীবন বাঁচানোর জন্য যে কাজ করে জীবিকা নির্বাহ করে, সেই কাজটাই হচ্ছে তার ক্যারিয়ার। একটু সহজ ভাষাই যদি বলি, মানুষ জীবন বাঁচানোর জন্য জীবিকা হিসেবে কোন না কোন কাজ করে থাকে। এই কাজ করার মাধ্যমেই কোন একটি বিষয়ে নিজেকে দক্ষ করে তুলে এবং এই দক্ষতা কাজে লাগিয়ে জীবিকার পথ হিসেবে বেঁচে নেয়। জীবিকার পথ হিসেবে মানুষ যে … Read more