হার্ট অ্যাটাক কেন হয় এবং হলে করণীয়
উপসর্গঃ ১। সামান্য শারীরিক পরিশ্রমে কিংবা শুয়ে পরার সময় হাঁপিয়ে ওঠা বা দম ফুরিয়ে যাওয়া এরকম হাঁপিয়ে ওঠার সময় অনেক ক্ষেত্রে বুকে শন শন শব্দ হতে পারে, যেটাকে প্রায়শই হাঁপানি বা অ্যাজমা রোগের লক্ষণ বলে ভুল করা হয়। ২। দুর্বলতা এবং অবসাদ গ্রস্ততা। ৩। বুকে ব্যথা অনুভব করা। ৪। ঘুমাবার সময় সাধারনের তুলনায় বেশি বালিশের প্রয়োজন বোধ করা কিংবা বসে বসেই ঘুমানো। ৫। পায়ের পাতায় গোড়ালিতে কিংবা পা ফুলে ওঠা। ৬। ক্রমাগত কাশি হওয়া এবং কাশির সঙ্গে ফেনাযুক্ত রক্তমাখা শ্লেষ্মার নির্গমন। ৭। অনিয়মিত কিংবা হার্টবিট বা হৃদস্পন্দন। ৮। তলপেটে চাপ অনুভব করা বা ভরা পেট অনুভব করা। ৯। তরলের নির্গমন কম হওয়া ও ওজন বৃদ্ধি পাওয়া। ১০। বার বার প্রস্রাবের চাহিদা, বিশেষ করে রাতের বেলা। ১১। গলার রগগুলো ফুলে ওঠা। ১২। বিষাদ গ্রস্ততা, বমি হওয়া এবং খাবারের পরতি অনিহা জন্মানো। কি করবেনঃ ১। প্রথমে রোগ আছে কিনা সেটা পরীক্ষা করে দেখা। ২। প্রচুর পরিমাণে বিশ্রাম নিন। পরে লক্ষণ গুলো অপসারিত … Read more