এসইও কি ও কত প্রকার
এসইও কি ও কত প্রকার

এসইও এর ফুল এলাভোরেশন হচ্ছে – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
SEO – Search Engine Optimization

এসইও হচ্ছে এমন কিছু পদ্ধতি, যে পদ্ধতি গুলো অবলম্বন করে সার্চ ইঞ্জিন গুলোতে যেকোনো ধরনের ওয়েবসাইটকে প্রোমোট করা যায়।

যদি একটু গভীর ভাবে বলি – এসইও হল কিছু নিয়ম নীতি বা টেকনিক যার মাধ্যমে যেকোনো একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (যেমন- গুগল, বিং ইয়াহু) থেকে বেশি পরিমানে ভিজিটর বা ট্রাফিক ফ্রিতে নিয়ে আসা যায়।

এক কথায়, যদি আমরা আমাদের ওয়েবসাইট গুলোতে ট্রাফিক আনতে চাই, তাহলেই এসইওর দরকার। একটা ওয়েবসাইট কে যদি সার্চ ইঞ্জিন গুলোতে প্রথম পেইজ এবং প্রথম পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে অনেক ট্রাফিক পাওয়ার সম্ভবনা থাকে। প্রথম পেইজে ও প্রথম পজিশনে যদি আনতে চাই, তাহলেই ওয়েবসাইটকে এসইও করা প্রয়োজন।

খুব সহজ ভাষায় বলছি, আপনার ওয়েবসাইটে ফ্রিতে ভিজিটর নিয়ে আসতে চাইলে এসইও করতে হবে।
এসইও সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে, ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে এবং সাথে সাথে অনুশীলন ও গুগলে রির্সাচ করতে হবে। কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার খুব ভালভাবে মনে রাখতে হবে।
এসইও তে অনেক কিছু রয়েছে, হালকা কিছুটা ধারণা নিতে হলে, প্রথমেই SEO STARTER GUIDE GOOGLE SEARCH CONSOLE পড়ে নিতে হবে। এখনই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত SEO starter guide google search console পড়ে নেওয়া উচিত। শুধু গুগলে গিয়ে লিখবেন SEO starter guide google search console তারপর প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যান শুধু, কিছু না বোঝতে পারলে সমস্যা নাই পারেন, আপনি শুধু মনোযোগ দিয়ে পড়ে যান, ও বুঝার চেষ্টা করুন ব্যপারটা কোথায় থেকে কোথায় যাচ্ছে এবং কি কি টার্ম আছে, ওই টার্ম গুলো মনে রাখুন। এইটা গুগলের একটা কন্টেন্ট, তাই অনেক ইনফরমাটিভ।

ধরে নিলাম আপনি গুগল থেকে একটা বড় কন্টেন্ট এসইও সম্পর্কে পড়ে আসছেন। যারা একদম নতুন তারা অনেক কিছু বুঝেন নাই তাই না? সমস্যা নাই এইটা শুধু এসইও সম্পর্কে মুখের জড়তা কাটানোর জন্য বলছি, এবং কিছু গুরুত্বপূর্ণ টার্মগুলো মনে রাখার জন্য পড়তে বলছি।

আচ্ছা যাইহোক, আশাকরি কিছুটা ধারণা পেয়েছেন, এসইও টা কি? আরেকটু সহজ করার চেষ্টা করছি, আমরা গুগলে হাজার হাজার ওয়েবসাইট দেখতে পায়, আপনি যখন কোন একটা কী ওয়ার্ড (ছোট করে বলি, কী ওয়ার্ড হচ্ছে গুগলে, ইউটিউবে যা লিখে সার্চ দেয় সেই গুলোই এক একটা কী ওয়ার্ড) দ্বারা গুগলে সার্চ করবেন, তখন কিন্ত গুগলে ১০টা ওয়েবসাইট দেখায় প্রথম পেইজে, নিচে দেখবেন ২য়, ৩য় এইরকম অনেক পেইজে অনেক সাইট রয়েছে। কিন্ত আপনি তো তাদের ওয়েবসাইটে যাচ্ছেন না, তাই না। শুধু প্রথম পেইজে থাকা ১, ২, ৩ নাম্বার এর মধ্যে যেকোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করছেন, আপনার কাঙ্খিত তথ্য পাওয়া জন্য।
তাহলে বাকি ওয়েবসাইট গুলো তো ভিজিটর পাচ্ছে না, আর ওয়েবসাইটে ভিজিটর না থাকা মানে, কাস্টমার ছাড়া দোকান। অর্থাৎ কাস্টমার নাই, আপনার বিজনেস ও নাই, লাভ ক্ষতি পড়ে হিসাব করবেন। আশা করি এইবার বুজাতে পেরেছেন, না বোঝে থাকলে আবার পড়ুন।

People spend a lot of time developing their websites and designing them. A lot of work goes into making the perfect website. But the small amount of time spent to optimize the posts on the website is easily the most important part. This is where SEO or search engine optimization comes in.

অনলাইন ব্যবসায়ের জন্য এসইও কেন প্রয়োজন

অনলাইন বিজনেস করার অন্যতম ও প্রধান ধাপ হচ্ছে প্রথমেই একটা ওয়েবসাইট থাকা। আপনি একটা অনলাইন বিজনেস দিয়েছেন, একটা ওয়েবসাইট বানিয়েছেন আপনি বা ডেভেলপার দ্বারা, তারপর এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রয় করবেন অথবা কোন সার্ভিস দিবেন। এখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় করার জন্য কাস্টমার প্রয়োজন ( এসইও এর ভাষায় ট্রাফিক)। যেকোনো কাস্টমার ব্যবস্থ্য করলেই কিন্ত সেল হবে না, অবশ্যই আপনার পণ্য রিলেটেড হতে হবে। অর্থাৎ আপনার টার্গেটেড লোকদেরকে জানাতে হবে আপনার একটা বিজনেস আছে। আর ফ্রিতে জানানোর মাধ্যমটাই হচ্ছে এসইও। এসইও ছাড়া আপনি আপনার বিজনেস প্রমোট করতে পারবেন না, মার্কেটিং করার অন্যতম উপায় হচ্ছে এসইও। এইটাও বলতে পারি যে, সঠিক এসইও ছাড়া আপনি অনলাইনে আপনার বিজনেসের মার্কেটিং করতে পারবেন না।
তাই অনলআইনে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠা করতে হলে, যেকোনো অনলাইন ব্যবসাকে ভালো পজিশনে নিয়ে যেতে হলে এসইও অবশ্যই প্রয়োজন।

ওয়েবসাইটের জন্য এসইও কেন খুব গুরুত্বপূর্ণ

আগের কথাই, আপনার ওয়েবসাইটে ভিজিটর না থাকলে, সেই ওয়েবসাইট দিয়ে কিছুই করতে পারবেন না। ওয়েবসাইট খুলে লাভ নেই যদি পর্যাপ্ত ভিজিটর না থাকে এবং আপনার সেবা না গ্রহন করে। ভিজটর ছাড়া ওয়েবসাইট মানে, কাস্টমার ছাড়া দোকান। তাই প্রতিটা ওয়েবসাইটকেই এসইও করতে হবে। প্রতিটা ওয়েবসাইটকে খুব গুরুত্ব সহকারে এসইও করা আবশ্যক, যদি ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here