জীবনে মূল্যবান জিনিস কোনটি
মানুষের জীবনে মূল্যবান জিনিস কোনটি এবং কেন

প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে। কিন্ত প্রকৃতপক্ষে মানুষের জীবনে যেসব মূল্যবান বা গুরুত্বপূর্ণ জিনিস গুলো থাকার দরকার ছিল, তা আমদের খুব কমই আছে। আর যাদের নাই, তারাও ঠিকভাবে পাওয়ার আসা করছে না। যার ফলে জীবনে আনন্দ, সুখ, শান্তি বলতে কিছু থাকে না।

যদি মানুষকে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি এই প্রশ্ন করা হয়, তাহলে একেকজন একেকরকম উত্তর দেবে। যে ক্ষুধার সর্বোচ্চ সীমায় আছে সে বলবে কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাবার। যে ঠান্ডায় মারা যাচ্ছে তার কাছে উষ্ণতা। আর যে একাকীত্ম আর নির্জনতার সমুদ্রে ডুবছে তার কাছে বন্ধুত্ব বা মানুষের সঙ্গ। এবং অধিকাংশ মানুষই বলবে আমার কাছে সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অর্থ।

সবার জন্য বোধগম্য সঠিক উত্তর হচ্ছে সুখ। হ্যাঁ মানুষের জীবনে মূল্যবান জিনিস হচ্ছে সুখ। সুখ জিনিসটা অনেক বিশাল, সুখ্ মানে হচ্ছে মনের প্রশান্তি।

সুখী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ জিনিস গুলো হচ্ছে –

০১। সুস্বাস্থ্য

সুখের প্রধান উপাদানই হচ্ছে সুস্বাস্থ্য। আপনার যত কিছুই অর্জন থাকুক না কেন, যত টাকা থাকুক না কেন বা যত ভালো পজিশনেই যান না কেন, যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে পরিপূর্ণ সুখ কখনই পাবেন না। সবকিছুর আগে আপনাকে স্বাস্থ্যেরে দিকে খেয়াল রাখতে হবে।

০২। পরিশ্রম

কথায় আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া সম্ভব না। আর আপানি যদি কোন কাজে ব্যর্থ হয়ে যান, তাহলে সন্তোষ্টি কিভাবেই বা হবেন। তাই সুখে জীবন যাপন করতে হলে, অবশ্যই আপনাকে ভালো একটা পজিশনে যেতে হবে। আর তার জন্য দরকার পরিশ্রম।

০৩। অর্থ

একটা মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তা এতটাই যে অনেকেই বলে থাকে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অর্থ। সুখী থাকার জন্য অর্থের কোন বিকল্প নেই। তবে অবশ্যই আপনাকে হালাল ও সঠিক অর্থ ইনকাম করতে হবে। সঠিক পথে ইনকাম করলে এর ফলাফল ও ভালো হয়। সবাইকে নিয়ে বিশেষ করে পরিবারের মানুষকে নিয়ে একসাথে সুন্দরভাবে চলাফেরার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন।

০৪। সুচিন্তা

সুখী হওয়ার আর একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সুচিন্তা। দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তা কখনো সুখ ও কল্যাণ বয়ে আনে না। অতিরিক্ত নেতিবাচক চিন্তা আপনাকে কখনো বড় হতে দিবে না, এবং দিন দিন মানসিক শক্তিকে দুর্বল ও অসুস্থ করে দিবে। ছোট খাটো চাপ নিতেও হিমশিম খেতে হয়, যা জীবনের স্বাভাবিক গুণগত মান ব্যাহত করে। জীবনে ভালো কিছু করতে হলে, সর্বদা সবাইকে নিয়ে সুখী থাকতে হলে অবশ্যই আপনাকে দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তা বাদ দিতে হবে।

০৫। সচ্চরিত্র

অনেকেই ব্যক্তিগত ভাবে বলে থাকে যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হিসেবে “সচ্চরিত্র”। আসলেই সচ্চরিত্র শব্দের অনেক মূল্য রয়েছে। কারণ সচ্চরিত্রবান ব্যক্তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব। সচ্চরিত্রবান ব্যক্তির মাঝে সকল নৈতিক গুণাবলী বিদ্যমান থাকে। সচ্চরিত্রবান ব্যক্তি কখনই কাউকে ধোঁকা দিতে পারে না কখনও কাউকে ঠকাতে পারে না। আর যারা এইসব কাজ করে না, তারাই সুখী।

সবশেষে বলা যায়, একটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুখ। এবং সুখের মৌলিক উপাদান গুলো হচ্ছে, সুস্বাস্থ্য, পরিশ্রম, অর্থ, সুচিন্তা এবং সচ্চরিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here