এন্ড্রয়েড-ফোনের-সমস্যা-সমাধান
এন্ড্রয়েড ফোনের সমস্যা সমাধান

এন্ড্রয়েড ফোনের সমস্যা সমাধান এবং এর ১০টি কার্যকরী ও প্রয়োজনীয় টিপস সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এমন মোবাইল ফোন ব্যবহারকারী এখন অনেক কমই পাওয়া যাবে। বিভিন্ন সুবিধাজনক ফিচারের জন্য এন্ড্রয়েড ফোনগুলো সব বয়সের মানুষের কাছেই এখন অনেক গ্রহণ যোগ্যতা পেয়েছে।

কিন্তু সমস্যা হলো এন্ড্রয়েড সেট দিয়ে যত সুবিধা পাওয়া যায়, তেমনি দু দিন বাদে বাদেই এন্ড্রয়েড সেটের অনেক ঝক্কি-ঝামেলা ও দেখা যায়।

আর তাই, এন্ড্রয়েড সেটের এসব ঝক্কি-ঝামেলার দূরীকরণে আজকের আর্টিকেলে আমরা এন্ড্রয়েড সেটের সাধারণ দশটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো এবং পাশাপাশি এমন দশটি এন্ড্রয়েড টিপস নিয়ে লিখবো, যেগুলো একজন এন্ড্রয়েড ব্যবহারকারীর অবশ্যই জানা উচিৎ।

এন্ড্রয়েড কি?

এন্ড্রয়েড হলো একটি মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) যা সিলিকন ভ্যালি কোম্পানির দ্বারা এন্ড্রয়েড ইংক নামে প্রথমে তৈরি করা হয়েছিল। ২০০৭ সালে ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স (ওএইচএ) এর মাধ্যমে গুগলের নেতৃত্বে এন্ড্রয়েডের প্রথম ডেভেলপ করা হয়।

মূলত এই অপারেটিং সিস্টেমটি লিনাক্স কার্নেল এবং অন্যান্য ওপেন সোর্স সফ্টওয়্যার এর পরিবর্তিত সংস্করণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাধারণত স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির মতো টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্যই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে।

এন্ড্রয়েড ফোন কি?

সোজা বাংলায় এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে যেসব মোবাইল বা ফোন, সেগুলোকেই বলা হয় এন্ড্রয়েড ফোন। এন্ড্রয়েড ফোন হলো একটি শক্তিশালী, উচ্চ প্রযুক্তির স্মার্টফোন এবং এটি গুগল কোম্পানীর ডেভেলপ করা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) এ চলে।

যদিও এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছাড়া আরো অন্যান্য অপারেটিং সিস্টেম ( যেমন, সিম্বিয়ান,আইওএস) ও রয়েছে কিন্তু এখনকার বেশীর ভাগ মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো ই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে।

এন্ড্রয়েডের সর্বশেষ ভার্সনঃ

এন্ড্রয়েড এর বর্তমান আপডেট হওয়া সংস্করণটি বাজারে এসেছে ৩ সেপ্টেম্বর, ২০১৯ এ। কিছুদিন আগেই প্রকাশ হওয়া এন্ড্রয়েডের এই লেটেস্ট ভার্সনের নামকরণের ভিন্নতা কিছুটা হলেও বেটা প্রোগ্রামের কল্যাণে অনেকেই ইতিমধ্যেই জেনে গেছেন।

যদিও এই লেটেস্ট অপারেটিং সিস্টেমের কোড নাম ছিলো এন্ড্রয়েড কিউ কিন্তু এবারই প্রথম গুগল কোম্পানি নিজেদের ট্রেন্ড থেকে বেড়িয়ে এর অফিসিয়াল নাম রাখলো এন্ড্রয়েড ১০। এর আগের প্রতিটি এন্ড্রয়েড ওএস এর নামকরণ এ গুগল বরাবরই মিষ্টান্ন এর নামের প্রাধান্য দিলেও এন্ড্রয়েড ১০ এর ক্ষেত্রেই তারা সরাসরি এই নাম দিলো।

এন্ড্রয়েড ফোনের ১০ টি সমস্যার সমাধানঃ

এন্ড্রয়েড ফোন যারা অপারেট করেন কল / চ্যাট করতে, ব্রাউজ করার জন্য, ছবি তোলার জন্য, দরকারী অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য, তারা সকলেই জানেন যে এত সব কাজ একই সাথে করার সময় এন্ড্রয়েড ফোনে কিছু নির্দিষ্ট সমস্যা তৈরি করতে পারে। তাই এন্ড্রয়েড ফোনের জটিলতা কমাতে এন্ড্রয়েড ফোনের ১০ টি সমস্যা এবং এর সমাধান আমরা আজকে আলোচনা করবো।

১। এন্ড্রয়েড ফোনের মেমোরি স্পেস পাচ্ছে নাঃ

এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী মাত্রই এ সমস্যায় ভুক্তভোগী হওয়া। যাই হোক, এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে আপনার ফোনের কেস ফাইল এবং অপ্রয়োজনীয় বিভিন্ন এপস ফোন থেকে রিমুভ করতে হবে। এ জন্য আপনি ক্লিন মাষ্টার, কেস ক্লিনার ইত্যাদি এপস ইউজ করে দেখতে পারেন।

আপনার ফোন মেমোরি তে জমা হওয়া এপস, ইমেজ, ভিডিও অথবা অন্যান্য ডকুমেন্টস আপনি আপনার ফোনের এক্সটারনাল মেমোরি কার্ডে রাখলেও আপনার ফোন মেমোরি বৃদ্ধি পাবে।

২। এন্ড্রয়েড ফোনের গতি কমঃ

সাধারণ লম্বা সময় ধরে গেমস খেললে এ অসুবিধা বেশী হয়। কিছু এপস আছে যেমন সেট সিপিউ, এগুলো দিয়ে আপনি আপনার প্রসেসরের ওভারলক দুর করে সহজেই এর গতি বাড়াতে পারেন। তবে এই এপস বেশীক্ষন না ব্যবহার করাই ভালো কারন এটা ফোনের প্রসেসর কে নষ্ট করে দেওয়ার ক্ষমতাও রাখে।

৩। এন্ড্রয়েড ফোনে ভাইরাস এটাকঃ

আমরা প্রায় সারাদিন আমাদের এন্ড্রয়েড ফোন দিয়ে অসংখ্য বার নেট ব্রাউজ করি। এজন্য এন্ড্রয়েড ফোনে ভাইরাস এটাক করার সম্ভাবনা ও বেশী। এই ভাইরাস এটাক থেকে মুক্তি পাবার জন্য আপনার ফোনে কোন আপডেটেট এন্টিভাইরাস ডাউনলোড করে নিতে পারেন। বিভিন্ন এন্টিভাইরাস যেমন, ক্যাস্পারাস্কি মোবাইল সিকিউরিটি, এবিজি ইত্যাদি বর্তমানে বেশ জনপ্রিয় মোবাইল এন্টিভাইরাস।

৪। ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়াঃ

আপনার এন্ড্রয়েড ফোনে যদি অনেক গুলো এপস একসাথে রানিং থাকে, আপনি যদি সারাক্ষন আপনার ফোনের ডাটা অন রাখেন এবং আপনি যদি আপনার ফোনে কোন লাইভ ওয়ালপেপার সেট করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি দ্রুত চার্জ হারাবে।

যাই হোক, জরুরী সাহায্য পেতে আপনার ফোনের ব্যাটারি সেভিং মুড অন করে নিন এবং ফোনের স্ক্রিন ব্রাইটনেস ও কমিয়ে নিন। আর ব্যাটারির চার্জ লম্বা সময় ধরে রাখতে চাইলে কনটিনিউয়াস ডাটা অন রাখা বন্ধ রাখুন, অপ্রয়োজনীয় এপস আনইন্সটল করুন।

০৫। ফোন অতিরিক্ত গরম হওয়া অথবা নিজে নিজেই বন্ধ হওয়া:

এ সমস্যা সাধারণত আপনার ফোনের চার্জিং সিস্টেম, ব্যাটারি অথবা ফোনের অন্যান্য সমস্যার জন্য হতে পারে। প্রথমত আপনি খেয়াল করুন চার্জিং ঠিকভাবে হচ্ছে কিনা, এরপরে ব্যাটারি টি ফোন থেকে খুলে নিয়ে ঠাণ্ডা করে আবার সেটি ফোনে ঢুকান। এরপরেও সমস্যার সমাধান না হলে নতুন ব্যাটারি ফোনে ইউজ করা শুরু করুন।

০৬। হঠাৎ করে এন্ড্রয়েড সিস্টেম হ্যাং হয়ে যাওয়াঃ

এরকম হলে ফোন থেকে ব্যাটারি টি খুলে আবার লাগান এবং ফোন পুনরায় চালু করুন। আর ফোনে যদি ব্যাটারি আলাদা করার অপশন না থাকে, তাহলে ফোনের পাওয়ার বাটন প্রেস করে একে রিব্যুট অথবা রিস্টার্ট করুন।

০৭। ওয়াইফাই কানেক্ট হয় নাঃ

আপনার ফোন এবং রাউটার দুটোই রিস্টার্ট করে দেখতে পারেন। অথবা আপনার ফোন কে এক মিনিট এরোপ্লেন ম্যুডে রেখে আবার ওয়াইফাই কানেক্ট করে দেখেন। এর পরেও কাজ না হলে ওয়াইফাই > সেটিং > মেনু >এডভান্সড >স্টে কানেক্ট টু ওয়াইফাই ক্লিক করুন, কানেকশন পেয়ে যাবেন।

০৮। সিস্টেম ইউআই কাজ করে নাঃ

আপনার ফোনের সিস্টেম ইউজার ইন্টারফেস কাজ করা বন্ধ করে দিলে এই সমস্যা হয়। জরুরী সমাধানের জন্য আপনার ফোন রিস্টার্ট করুন অথবা সেটিং > এপস > অল এপস এ গিয়ে সমস্ত কেস ফাইল ডিলিট করুন এবং পুনরায় ফোনটি রিস্টার্ট করুন।

০৯। গুগল প্লেস্টোর ক্র‍্যাসঃ

অনেক সময় দেখা যায় আপনি প্লে স্টোর নিয়ে কাজ করছেন এর মধ্যেই প্লে স্টোর ক্র‍্যাস করেছে। এক্ষেত্রে আপনাকে যা কর‍তে হবে, সেটিং এ যেয়ে প্রথমে এপস এ ক্লিক করবেন তারপরে অল এপস এরপরে গুগল প্লে স্টোরে ফাইনালী ক্লিয়ার অল কেস এন্ড ডাটা তে ক্লিক করবেন।

১০। ডাউনলোড হচ্ছে নাঃ

এন্ড্রয়েড এর নিজস্ব একটা ডাউনলোড ম্যানেজার আছে, কোন কারনে যদি এটি করাপটেড হয়,সেক্ষত্রে নেট থেকে কোন কিছু ডাউনলোড করতে সমস্যা দেখা দেয়। যাই হোক, এ সমস্যা সমাধানের জন্য সেটিং > এপস >অল এপস > ক্লিয়ার অল কেস এন্ড ডাটা তে ক্লিক করুন।

১০টি এন্ড্রয়েড টিপসঃ

এমন কিছু সাধারণ টিপস আছে যেগুলো মানতে পারলে আপনি আপনার এন্ড্রয়েড ফোনটিকে কাস্টমাইজ করতে পারবেন এবং ফোনের পারফরম্যান্স ও অনেক বাড়াতে পারবেন।

০১। ফোনের সকল সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।

০২। যে সকল এপস আপনার লাগবে না, সেগুলো আনইন্সটল অথবা ডিজেবল করে দিন।

০৩। ফোনের হোমস্ক্রিনে যত অপ্রয়োজনীয় ওইজার্ট অথবা আইকন আছে সব রিমুভ করে হোমস্ক্রিন একদম ক্লিন করে রাখুন।

০৪। আপনার এন্ড্রয়েড ফোনের এনিমেশন, লাইভ ওয়ালপেপার যতটা সম্ভব কমিয়ে ফেলুন। লাইভ ওয়ালপেপার এর বদলে আপনি ইমেজ ওয়ালপেপার ব্যবহার করতে পারেন।

০৫। ফোনের ইন বিল্ট স্টোরেজ স্পেস খালি রাখুন যতটা সম্ভব। ছবি,ভিডিও ইত্যাদি আপনার জিমেইল একাউন্টে রেখে ফোন থেকে রিমুভ করে দিন।

০৬। আপনার ফোন এর চার্জ সবসময় ৫০% থেকে ৯০% এর মধ্যে রাখুন। ৫০% এর নীচে চার্জ লেভেল চলে আসলে ফোনটি চার্জে দিন এবং ৯০% চার্জ হবার সাথে সাথে এটি চার্জার থেকে আনপ্লাগ করে ফেলুন। কখনো আপনার এন্ড্রয়েড ফোনটি শতভাগ চার্জ করবেন না।

০৭। অনেক এপস আছে যেগুলোর লাইট ভার্সন এভেইলেভেল, যেমন, ফেসবুক, মেসেঞ্জার, ইমো ইত্যাদি ইনস্টল করলে আপনার ফোনের স্পেস যেমন কম লাগবে তেমনি ফোনের গতি ও কমবে না।

০৮। ফোনের ব্যাকগ্রাউন্ড টাস্ক গুলো সব প্রতিদিন কেটে দিবেন, অথবা রিমুভ করে দিবেন। এগুলো অযথাই আপনার ফোনের কাজ বাড়ায়।

০৯। ফোনের সিস্টেম মেমোরি প্রতিদিন দু তিনবার ক্লিন করবেন। এ জন্য আপনি অনেক এপস পাবেন, সুবিধামত উপায়ে ডাউনলোড করে নিবেন।

১০। মাঝে মধ্যে আপনার এন্ড্রয়েড ফোনের সমস্ত ডাটা ব্যক আপ রেখে ফোনটি রিসেট দিন।

প্রতিটি এন্ড্রয়েড ফোন এক একটি মাল্টিটাস্কিং ডিভাইস। এই ফোনগুলি অনায়াসে বিভিন্ন ধরণের কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। এন্ড্রয়েড ফোনের এসব দীর্ঘায়িত ব্যবহারের কারণে প্রায়শই এ ফোন গুলি কিছু সমস্যার মুখোমুখি হয়।

এন্ড্রয়েড ফোনের সমস্যা সমাধান সম্পর্কে বিস্তারিত জেনেছেন। আশা করি আজকের আর্টিকেল পড়ে খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড ফোনের অনেক সমস্যার সমাধান এখন থেকে নিজেই করতে পারবেন।

আরও জানতে ক্লিক করুন –

উইন্ডোজ ১০ কিভাবে সেটআপ করবেন এর সুবিধা অসুবিধা ও সমস্যার সমাধান

ইন্টারনেট কি? এটি কিভাবে কাজ করে এবং এর সুফল ও কুফল

রাত জেগে মোবাইল ফোন ব্যবহারের কুফল জেনে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here